সিডনি: শনিবার ভারত বনাম অস্ট্রেলিয়ার (IND vs AUS) তৃতীয় ওয়ান ডে ম্যাচ চলাকালীনই অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরতে গিয়ে বাজেভাবে মাটিতে আছড়ে পড়েন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সঙ্গে সঙ্গেই মাটিতে ব্যথায় কাতরাতে দেখা যায় শ্রেয়সকে। কোনওরকমে সাজঘরে ফিরে যাওয়ার পর সিডনির এক হাসপাতালে শ্রেয়সকে ভর্তি করা হয়েছিল। তিনি আইসিইউতেই ছিলেন। পাঁজরে চোট পান শ্রেয়স। তাঁর বিষয়ে পরবর্তী আপডেট এখনও বিসিসিআইয়ের তরফে দেওয়া হয়নি।
রক্তক্ষরণ হচ্ছিল ক্রমাগত। সূত্রের খবর, ভারতীয় দলের ড্রেসিংরুমেও না কি অজ্ঞান হয়ে গিয়েছিলেন শ্রেয়স। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী শ্রেয়সের বাবা, মা জরুরি ভিত্তিতে ভিসার জন্য আবেদন করেছেন, যাতে তাঁরা দ্রুত ছেলের পাশে থাকতে সিডনি পৌঁছতে পারেন। শ্রেয়সের সঙ্গে সবসময় রয়েছেন বোর্ডের চিকিৎসক রিজ়ওয়ান খান। আপাতত ভারতীয় ক্রিকেট দলের ওয়ান ডে ফর্ম্যাটের সহ অধিনায়ককে সাতদিন হাসপাতালে রাখা হবে বলে জানা গিয়েছে। শ্রেয়সের বাবা মা সিডনিতে পৌঁছলেই বোর্ডের তরফে শ্রেয়সের চোট নিয়ে সবিস্তার বিবৃতি দেওয়া হবে।
রিপোর্ট অনুযায়ী শ্রেয়স আইয়ার আপাতত বিপদমুক্ত। তাঁর পাঁজর এবং প্লীহাতে চোটের জন্য শ্রেয়সের ছোট্ট একটি অস্ত্রপচার হয়েছে বলে শোনা যাচ্ছে। এই অস্ত্রপচারের পরেই ভারতীয় দলের ওয়ান ডে সহ-অধিনায়ককে আপাতত কয়েকদিনের জন্য হাসপাতালেই রাখার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি বিপদমুক্ত এবং তাঁকে আইসিইউ থেকেও বের করে আনা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই আধিকারিক এই বিষয়ে কথা বলতে গিয়ে PTI-কে জানান, 'ওকে আইসিইউর থেকে বের করে আনা হয়েছে। তবে সিডনির হাসপাতাল থেকে ছাড়া পেতে এখনও কয়েকটি দিন লাগবে।'
মাঠে গুরুতর চোট পাওযার পর সাজঘরে যখন ফিজিওর সঙ্গে ফিরে আসেন শ্রেয়স, এরপরই জ্ঞান হারিয়েছিলেন তিনি। জানা গিয়েছে রক্তচাপ অনেক কমে গিয়েছিল মুম্বই ক্রিকেটারের। শ্রেয়সের বোনের দ্রুত যাওয়ার কথা অস্ট্রেলিয়ায়। এমনকী তারকা ক্রিকেটারের বাবা-মাও ভিসা সমস্যা মিটিয়ে ছেলের কাছে পৌঁছােবেন দ্রুত। এই বিষয় বিসিসিআই পুরোটা দেখছে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম সূত্রে জানা গিয়েছে, মাটিতে আচমকা আছাড় খাওয়ার ফলেই রক্তক্ষরণ হয়েছে শ্রেয়সের।
আপাতত যা পরিস্থিতি শ্রেয়স কিছুটা সুস্থ হলেও তিনি কবে মাঠে ফিরতে পারবেন তা এখনই বলা সম্ভব নয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজে ডানহাতি ব্যাটারকে দেখার সম্ভাবনা খুবই কম। বাড়িতে ফিরলে পুরোপুরি বিশ্রামের পরামর্শই দেওয়া হবে শ্রেয়সকে। অপেক্ষা এবার বোর্ডের সরকারি বিবৃতি প্রকাশের।