মুম্বই: আশঙ্কা ছিলই, সেই আশঙ্কাই এবার সত্যি হল। ভারত-অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজ (Ind vs Aus ODI Series) থেকে ছিটকে গেলেন তারকা মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। প্রাক-সিরিজ সাংবাদিক সম্মেলনে ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ (T.Dilip) শ্রেয়সের সিরিজ থেকে যাওয়ার খবরটি নিশ্চিত করেন।
ছিটকে গেলেন শ্রেয়স
আমদাবাদে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের অঙ্গ ছিলেন শ্রেয়স আইয়ার। তবে ম্যাচ চলাকালীনই তাঁর পিঠের ব্যথার কারণে তাঁকে হাসপাতালেন স্ক্যান করতে পাঠানো হয়। শ্রেয়স প্রথম ইনিংসে ব্যাটও করতে পারেননি। এরপরেই তাঁর ওয়ান ডে সিরিজেও খেলা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। এবার সেই আশঙ্কাই সত্যি হল। ১৭ মার্চ থেকে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে শ্রেয়সকে খেলতে দেখা যাবে না।
প্রসঙ্গত, এর আগেও একই চোট ভুগিয়েছে শ্রেয়সকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের পরেও শ্রেয়স একই চোটের কবলে পড়েছিলেন। এই চোটের কারণেই তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও মাঠে নামতে পারেননি। তাঁকে বেঙ্গালুরুতে ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়। টেস্ট সিরিজের আগেই তিনি এনসিএ থেকে ফিট সার্টিফিকেট নিয়ে ভারতীয় দলে যোগ দেন। তবে টেস্ট সিরিজে খেললেও ফের একবার একই চোটে কাবু শ্রেয়স।
শ্রেয়সের সিরিজ থেকে ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করে দিলীপ বলেন, 'চোট আঘাত তো লেগেই থাকে, সবটাই খেলার অঙ্গ। তবে আমাদের মেডিক্যাল দল সর্বসেরা এবং চোট আঘাত সামাল দেওয়ার জন্য তাঁর সবসময় প্রস্তুত থাকেন। বর্তমানে (শ্রেয়সের চোটের বিষয়ে) আমাদের মেডিক্যাল দল ও এনসিএর মেডিক্যাল নিরন্তর যোগাযোগ রাখছে। তবে শ্রেয়স এই সিরিজে খেলতে পারবেন না। এই বিষয়ে আমরা আরও কিছু জানতে পারলে ঠিক জানানো হবে।'
আইপিএলের আগেই ধাক্কা
আশঙ্কা ছিলই। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল। আইপিএল শুরু হওয়ার মাত্র ২ সপ্তাহ আগে বিরাট ধাক্কা খেল বিরাট কোহলিদের শিবির। চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) তারকা ক্রিকেটার উইল জ্যাকস (Will Jacks)। ডিসেম্বর মাসের মিনি অকশনে ৩ কোটি ২০ লক্ষ টাকায় জ্যাকসকে দলে নিয়েছিল আরসিবি। গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে দলের মিডল অর্ডারকে ভরসা দেবেন বিগহিটার জ্যাকস, এই ছিল আরসিবি টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা।
আরও পড়ুন: হাতে ক্রাচ নিয়ে সুইমিং পুলে পন্থ, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়