মুম্বই: এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য মঙ্গলবার ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড । শুভমন গিলকে (Shubman Gill) সহ-অধিনায়ক করে টি-টোয়েন্টি দলে ফিরিয়ে আনা হয়েছে । অনেকেই অবাক হয়েছিলেন এটা ভেবে যে, কেন অক্ষর পটেলের পরিবর্তে হঠাৎ গিলকে সহ-অধিনায়ক করা হল ।
ভারতীয় ক্রিকেট মহলের কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, শুভমন গিল সহ-অধিনায়কের দাবিদার ছিলেন না । তিনি টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসাবে নির্বাচকদের প্রথম পছন্দ ছিলেন না । তবে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর শুভমন গিলের নাম প্রস্তাব করেছিলেন । গম্ভীরের জোরাল সমর্থনের পরেই নির্বাচকরা এই সিদ্ধান্ত নেন ।
কিছু প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, নির্বাচনী বৈঠকে কোচ গৌতম গম্ভীর সশরীরে না থাকলেও অনলাইনে যোগ দিয়েছিলেন । গম্ভীর শুভমন গিলকে ভবিষ্যতের নেতা হিসাবে বর্ণনা করে সহ-অধিনায়ক করার দাবি জানান । গম্ভীরের জোরাল সমর্থনের পরে নির্বাচন কমিটির সভাপতি অজিত আগরকর গিলকে সহ-অধিনায়ক করতে সম্মতি জানান ।
২০২৫ এশিয়া কাপের জন্য ভারতীয় দল - সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), যশপ্রীত বুমরা, অর্শদীপ সিংহ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হর্ষিত রানা এবং রিঙ্কু সিংহ ।
১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ, পাকিস্তানের সঙ্গে হতে পারে ৩টি ম্যাচ
২০২৫ এশিয়া কাপ ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে আবু ধাবি এবং দুবাইতে খেলা হবে । টুর্নামেন্টে ভারতীয় দল তাদের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর খেলবে । ভারতের প্রথম ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে । এর পরে ১৪ সেপ্টেম্বর ভারতীয় দল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে খেলবে । এরপর ১৯ সেপ্টেম্বর ওমানের সঙ্গে খেলা হবে । এর পরে সুপার ফোরে ভারত আবারও পাকিস্তানের সঙ্গে খেলতে পারে । যদি উভয় দল সুপার ফোরের যোগ্যতা অর্জন, যা প্রায় নিশ্চিত । ভারত ও পাকিস্তান উভয় দল যদি এশিয়া কাপের ফাইনালে প্রবেশ করে, তাহলে ২৮ সেপ্টেম্বর তাদের মধ্যে ফাইনাল ম্যাচ হতে পারে । এইভাবে, ২০২৫ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যে তিনটি ম্যাচ হতে পারে ।