রাঁচি: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে হার, গোটা সিরিজ়ে বিরাট কোহলির অনুপস্থিতি, কেএল রাহুলের প্রথম ম্যাচের পরেই ছিটকে যাওয়া। একগুচ্ছ তারকাদের অনুপস্থিতি, চার জন টেস্ট অভিষেককারীকে নিয়েও ইংল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ় জিতে নিয়েছে ভারতীয় দল। এই বিরাট সাফল্যের জন্য অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) কৃতিত্ব দিচ্ছেন শুভমন গিল (Shubman Gill)।


রাঁচিতে চতুর্থ টেস্ট শেষে গিল বলেন, 'এই জয়টা আমাদের কাছে বিরাট গর্বের। গোটা সিরিজ়টা অনিভজ্ঞ ব্যাটারদের নিয়ে খেলা। উপরন্তু প্রথম ম্যাচের পরেই কেএলের (রাহুল) সিরিজ় থেকে ছিটকে যাওয়া বড় ধাক্কা ছিল। তবে রোহিত ভাই সবসময় আমাদের সঙ্গে ছিলেন। ওঁ আমাদের মাঠে নেমে স্বাধীনভাবে খেলার আত্মবিশ্বাস জোগায়।'


রাঁচিতে ১৯২ রান তাড়া করতে নেমে চতুর্থ দিনে মধ্যাহ্নভোজের পর ১২০ রানে পাঁচ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় ভারতীয় দল। সেই পরিস্থিতি থেকে ভারতের হয়ে ৭২ রানের পার্টনারশিপে দলকে ম্যাচ জেতান ধ্রুব জুরেল (Dhruv Jurel) ও শুভমন গিল। এর জন্য জুরেলকে কিন্তু বেশ কৃতিত্ব দিচ্ছেন শুভমন। 


'আমরা চাপে পড়ে গিয়েছিলাম বটে, তবে আমাদের ওপেনাররা দলের হয়ে শুরুটা খুবই ভাল করেছিলেন। জুরেল মাঠে নেমে আমার চাপটা হালকা করে দেয়। ও পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী খেলে। ওরা বাউন্ডারি আটকানোর চেষ্টা করছিল। তাই আমাদের পরিকল্পনা ছিল এক দুই রান করে নিয়ে যাওয়া, যাতে ওভার মেডেন না যায়। প্রথম ইনিংসে ও দারুণ ব্যাট করেছিল এবং এই ইনিংসেও তেমনটাই প্রয়োজন ছিল। আর আমি নিজের স্টেপ আউট করে একটু খেলছিলাম যাতে এলবিডব্লু আউট হওয়ার সম্ভাবনাটা কমে যায়।' বলেন গিল।


প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন তরুণ বশির। মধ্যাহ্নভোজের পর এই ইনিংসে নিজের দ্বিতীয় এবং তৃতীয় উইকেট হিসাবে জাডেজাকে চার ও সরফরাজকে শূন্য রানে ফেরান তিনি। তখনও জয়ের জন্য প্রয়োজন ছিল ৭২ রানের। চাপেই পড়ে গিয়েছিল ভারত। এই সময়ই ইনিংসের হাল ধরেন গিল ও জুরেল। কোনওরকম বাড়তি ঝুঁকি না নিয়ে ঠান্ডা মাথায় ভারতকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যান তাঁরা।


দলের জয় কার্যত নিশ্চিত দেখে অবশেষে একেবারে শেষ লগ্নে হাত খোলেন গিল। দুই ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। শেষমেশ ৫২ রানে অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন তরুণ টপ অর্ডার ব্যাটার। অপরদিকে, প্রথম ইনিংসে ৯০ রান করা জুরেল ফের একবার দলের চাপের মুখে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলে নিজের প্রতিভার পাশাপাশি মানসিক দৃঢ়তারও পরিচয় দেন। ম্যাচ জিতে নেয় ভারত।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: আসেনি শতরান, তাও রাঁচিতে বিরাটের সর্বকালীন রেকর্ডে ভাগ বসালেন যশস্বী