নয়াদিল্লি: ৬ জানুয়ারি, মঙ্গলবার, আজ একই দিনে ভারতীয় ওয়ান ডে দলের অধিনায়ক এবং সহ-অধিনায়ক উভয়েরই কামব্যাক ম্যাচ ছিল। তবে সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার যেখানে দুরন্ত ব্যাটিংয়ে সকলের নজর কাড়লেন, সেখানে অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) ডাহা ফেল। অপরদিকে, বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2025-26) অল্পের জন্য আরও এক শতরান হাতছাড়া করলেও, ফের নজর কাড়লেন দেবদত্ত পাড়িক্কাল (Devdutt Padikkal)। 

Continues below advertisement

পাঞ্জাবের হয়ে বিজয় হাজারেতে গত ম্যাচেই গিলের নামার কথা ছিল। তবে খাদ্যে বিষক্রিয়ার ফলে তিনি সিকিমের বিরুদ্ধে খেলতে নামতে পারেননি। তবে এদিন গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ভারতীয় অধিনায়ক। সামনে ছিল ২১২ রানের লক্ষ্য। পাঞ্জাবের হয়ে ওপেন করতে নেমে অর্জুন তেন্ডুলকর, বাসুকি কৌশিকের বলে বাউন্ডারিও মারেন গিল। তবে সেই কৌশিকের বলেই ১১ রানেই তাঁর ইনিংস থামে।

গত মরশুমে লাল বলের ক্রিকেটে দুরন্ত ব্যাটিং করলেও সাদা বলে গিল নিজের ছন্দ খুঁজে পাননি। ১০ মাসেরও অধিক সময় সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ব্য়াট থেকে কোনও হাফসেঞ্চুরি আসেনি। এর মধ্যে তিনি কিন্তু সাত ওয়ান ডে এবং ১৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন। খারাপ ফর্মের জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন শুভমন গিল। তবে আসন্ন নিউজ়িল্যান্ড ওয়ান ডে সিরিজ়ে তিনিই ভারতের অধিনায়ক। তার আগে সমর্থকরা আশা করছিলেন গিল হয়তো ঘরোয়া ক্রিকেটেই ফর্মে ফিরবেন। তবে আজ বিজয় হাজারেতেও তাঁর ব্যাট চলল না। 

Continues below advertisement

অপরদিকে আবার দেবদত্ত পাড়িক্কালের ব্যাট যেন থামছেই না। রাজস্থানের বিরুদ্ধে আজকের ম্য়াচে ১৫০ রানের বিরাট ব্যবধানে জয় পায় কর্ণাটক। সেই জয়ের ভিত গড়েন দুই ওপেনার ময়ঙ্ক আগরওয়াল এবং পাড়িক্কাল। ময়ঙ্ক শতরান হাঁকালেও, অল্পের জন্য চলতি বিজয় হাজারে ট্রফির ষষ্ঠ ম্যাচে পঞ্চম শতরান হাতছাড়া করেন পাড়িক্কাল। তিনি ৯১ রানে সাজঘরে ফেরেন। তবে সেঞ্চুরি হাতছাড়া করলেও বাঁ-হাতি ব্যাটার কিন্তু আজকের ইনিংসের সুবাদেই এমন ইতিহাস গড়লেন যা স্বয়ং সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি বা রোহিত শর্মা, কারুর দখলেই নেই।

এই প্রথম কোনও ব্যাটার বিজয় হাজারের তিনটি মরশুমে ৬০০ বা তার অধিক রান করলেন। পাড়িক্কালের লিস্ট এ ক্রিকেটে রেকর্ড কিন্তু ঈর্ষণীয়। তিনি ১৩টি শতরান ও ১৩টি অর্ধশতরান হাঁকিয়েছেন মাত্র ৩৮ ইনিংসে। গড় ৮৩.৬২। অপরদিকে, কেরলের হয়ে আজ সঞ্জু স্যামসন মাত্র ১১ রান করে আউট হলেও, পাঞ্জাব কিংস দলে থাকা কেরলের ক্রিকেটার বিষ্ণু বিনোদ লিস্ট এ কেরিয়ারে নিজের সর্বসেরা ১৬২ রানের ইনিংসটি খেলে দলকে জেতান।