মুম্বই: দলীপ ট্রফির (Duleep Tropby 2025) মাধ্যমে ভারতীয় দলের ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু হতে চলেছে। সেই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই বিভিন্ন অঞ্চলের দল ঘোষণা করা হয়ে গিয়েছে। ভারতীয় টেস্ট অধিনায়ক শুভমন গিলও উত্তরাঞ্চলের দলীপ ট্রফি স্কোয়াডে রয়েছেন। তবে দক্ষিণাঞ্চলের স্কোয়াড একগুচ্ছ তারকাকে ছাড়াই ঘোষণা করা হয়েছে। এই নিয়ে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে এ বিষয়ে দক্ষিণাঞ্চলের সব রাজ্য অ্যাসোসিয়েশনকে মেল পর্যন্ত পাঠিয়েছে বিসিসিআই।

জুলাইয়ের ২৭ তারিখ দক্ষিণাঞ্চলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেই স্কোয়াডে কেএল রাহুল, মহম্মদ সিরাজ, সাই সুদর্শন, ওয়াশিংটন সুন্দর, ইংল্যান্ড সফরে ভারতের হয়ে খেলা এই তারকাদের কাউকেই রাখা হয়নি। এই তারকারা এশিয়া কাপের দলেও নেই। তাও তাঁদের দলে না রাখায় বোর্ড ক্ষুব্ধ। বিসিসিআইয়ের ক্রিকেট অপারেশন্স-র অ্যাবু কুুরুভেলা নাকি গত সপ্তাহেই এই বিষয়ে সমস্ত রাজ্য অ্যাসোসিয়েশন ও দক্ষিণাঞ্চলের কনভেনার্সদের একটি মেল পাঠিয়েছেন বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। 

বোর্ড চায় এই টুর্নামেন্টের জন্য বার্ষিক চুক্তির আওতায় থাকা সকল ক্রিকেটারদের যেন নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। কুরুভেলার মেলে বলা হয়েছে দলীপ ট্রফির সম্মান ও প্রতিযোগিতা বজায় রাখতে যেন উপলব্ধ থাকা সকল ভারতীয় ক্রিকেটারদের নির্বাচনের জন্য বিবেচনা করা হয়। এই মেলটা কিন্তু সম্প্রতি বিসিসিআইয়ের যে নির্দেশাবলী দেওয়া হয়েছে, যেখানে আন্তর্জাতিক ক্রিকেটারদেরও ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করা হয়েছে, তার অনুকূল। দক্ষিণাঞ্চলের স্কোয়াড ঘোষণার পর বোর্ডের তরফে এই বার্তার পর দক্ষিণাঞ্চলের দলে কোনও বদল ঘটানো হয় কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।     

প্রসঙ্গত, এই টুর্নামেন্টে শুভমন গিলের খেলা নিয়েও সংশয় তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, শুভমন গিল এই মুহূর্তে অসুস্থ এবং বাড়িতে বিশ্রাম নিচ্ছেন এবং সম্ভবত সেই কারণেই তিনি মাঠে খেলতে নামতে পারবেন না। যে কারণে গিল এই সপ্তাহ থেকে বেঙ্গালুরুতে শুরু হতে চলা দলীপ ট্রফিতে অংশ নিতে পারবেন না, দাবি কোনও কোনও মহলের।

গিলের জ্বর হয়েছে বলে খবর। ইতিমধ্যেই তাঁর রক্ত পরীক্ষা করা হয়েছে এবং বোর্ডের কাছে সেই রিপোর্টও জমা পড়েছে। তবে তাঁর দলীপ ট্রফি খেলা নিয়ে যেখানে কোনও কোনও মহলে সংশয়, সেখানে আবার আরেক রিপোর্টে দাবি করা হচ্ছে শরীর খারাপ নিয়েও গিল দলীপের ম্যাচ খেলতে বদ্ধপরিকর। তিনি অধিনায়ক হিসাবে সকলের জন্য উদাহরণ তৈরি করতে আগ্রহী এবং সেই কারণেই তিনি এমনটা করতে চান বলে শোনা যাচ্ছে।