নয়াদিল্লি: বিজয় হাজারে ট্রফি চলাকালীন হঠাৎই রাতেপাতলপেটে অসহনীয় ব্যথা। তারপরেই তিলক বর্মাকে (Tilak Varma) তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার এবং বিসিসিআইয়ের মেডিক্যাল দলের পরামর্শে অস্ত্রোপচার হয় তিলকের। এর ফলে তিলক নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম তিনটি ম্যাচ মিস করবেন। তাঁর বদলে ভারতীয় দলে (Indian Cricket Team) কাকে নেওয়া হতে পারে, সেই নিয়ে জল্পনা-কল্পনা চলছে।

Continues below advertisement

অনেকেই মনে করছিলেন সদ্য ভারতের হয়ে খেলা শুভমন গিলই (Shubman Gill) হয়তো তিলকের বদলে জাতীয় দলে ডাক পাবেন। তবে তিলকের চোটে সত্ত্বেও দলে কিন্তু গিল যোগ দিচ্ছেন না বলেই খবর। এর পিছনে রয়েছে খানিকটা ভিন্ন ধরনের এক যুক্তি। Indian Express-রিপোর্ট অনুযায়ী ভারতীয় নির্বাচকরা তিলকের বদলে গিলকে দলে নিতে আগ্রহী নন। কারণ তাঁরা চান না ভারতীয় টেস্ট এবং ওয়ান ডে দলের অধিনায়ক গিল কেবল জল বহন করুন এবং বেঞ্চে বসে থাকুন। পাশাপাশি তিলক পরের দিকে সিরিজ় চলাকালীন ফিট হয়ে গেলে তখন অস্বস্তিতকর পরিবেশ তৈরি হবে বলেও গিলকে দলে নিতে নারাজ তাঁরা। 

কিন্তু তিলক বর্মার ঠিক কী হয়েছে? কেন তাঁকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে যেতে হল? তলপেটের সমস্যায় কাবু হায়দরাবাদের ক্রিকেটার। রাজকোটে বুধবার তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। সেখানেই বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে গিয়েছিলেন তিলক। বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তিলককে। তিনি শুক্রবার হায়দরাবাদের বাড়িতে ফিরে যাবেন। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, তিলক এখন স্থিতিশীল ও দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

Continues below advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, তিলকের শারীরিক সমস্যা কেটে গেলে এবং অস্ত্রোপচারের ক্ষত শুকিয়ে গেলে ধীরে ধীরে শরীরচর্চা ও ট্রেনিং শুরু করবেন। তারপর নেট প্র্যাক্টিসের দিকে যেতে পারবেন। তবে তিলকের চোট কতটা গুরুতর? তিনি কি বিশের বিশ্বকাপে খেলতে পারবেন না?

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে রবি তেজা বলেন, 'রাজকোটে তিলকের খুব সামান্য একটা অস্ত্রোপচার হয়েছে। সেখানে চিন্তার কিছুই নেই। তিন থেকে চার দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবে। আপাতত দলের সঙ্গেই রয়েছে ও। হায়দরাবাদে ফিরে যাবে সে। আমি নিশ্চিত নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টি-টােয়েন্টি সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দ্রুত ফিট হয়ে যাবে তিলক।'