মুম্বই: দ্বিতীয় টেস্ট থেকে তিনি ছিটকে গিয়েছিলেন। শুভমন গিলের (Shubman Gill) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) ওয়ান ডে সিরিজ়ে খেলা নিয়েও প্রবল সংশয় ছিল। শেষমেশ তাঁকে ছাড়াই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ের দল ঘোষণা করল ভারত। সিরিজ়ে জন্য বিশ্রাম দেওয়া হল যশপ্রীত বুমরাকে।
গিলের অনুপস্থিতিতে কার কাঁধে নেতৃত্বের দায়ভার দেওয়া হল? শুভমনের অনুপস্থিতিতে টেস্টে ঋষভ পন্থ অধিনায়কত্ব করছেন। ওয়ান ডেতেও তিনি কামব্যাক ঘটালেন। তবে ভারতের হয়ে ওয়ান ডেতে আপাতত পন্থের আগে কেএল রাহুলই (KL Rahul) প্রথম পছন্দের কিপার-ব্যাটার। তাঁকেই তাই ফের একবার জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হল।
৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ় খেলতে নামবে ভারত। সেই বছরের শুরুতে ফেব্রুয়ারি, মার্চ মাস নাগাদ শেষবার ভারতের মাটিতে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন। তারপর দীর্ঘ সময়ের অপেক্ষা। অবশেষে দুই মহাতারকাকে ফের একবার দেশের মাটিতে জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে এই সিরিজ়ে।
তবে অধিনায়ক শুভমন গিল কাঁধের চোটে নেই। দলের সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারও সেই অস্ট্রেলিয়া সিরিজ়ে ক্যাচ ধরতে গিয়ে চোট পাওয়ার পর দেশে ফিরলেও এখনও ফিট নন। মাঠে ফিরতে তাঁর বেশ কয়েকমাস সময় লাগবে। এমন পরিস্থিতিতে ভারতীয় ওয়ান ডে দলের অধিনায়ক কে হবেন, সেই নিয়ে জল্পনা চলছিল। দুই সিনিয়র প্রো, প্রাক্তন অধিনায়ক রোহিত বা বিরাটকে কি আবার ওয়ান ডে দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে? সেই নিয়েই জল্পনা চলছিল। তবে শেষমেশ রাহুলকেই অধিনায়কত্বের দায়ভার দেওয়া হল। তিনি অতীতেও ভারতীয় দলকে ওয়ান ডেতে ১২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
এই সিরিজ়ে রাহুলের পাশাপাশি ব্যাক আপ কিপার হিসাবে ঋষভ পন্থ তো রয়েছেন, রয়েছেন ধ্রুব জুড়েলও। প্রায় বছর খানেক বাদে ওয়ান ডে দলে ফিরলেন পন্থ। সিরিজ়েও আরও একজন কামব্যাক ঘটালেন। তিনি রুতুরাজ গায়কোয়াড়। মহারাষ্ট্রের টপ অর্ডার ব্যাটার দুরন্ত ছন্দে রয়েছেন। প্রোটিয়া 'এ' দলের বিরুদ্ধে তিনি সিরিজ় সেরার পুরস্কারও পান। তাঁর দুরন্ত ফর্মের সুফল পেলেন তিনি। তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরাকে এই সিরিজ়ের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। তবে রঞ্জিতে আগুনে ফর্মে থাকা মহম্মদ শামিকে এই সিরিজ়েও কিন্তু ভারতীয় দল থেতে ব্রাত্যই রাখা হল।