কলম্বো: বাংলাদেশ-শ্রীলঙ্কার (Sri Lanka vs Bangladesh) ম্যাচে এর আগে বহুবার মাঠে 'নাগিন ডান্স' দেখা গিয়েছে। ম্যাচ বা সিরিজ় জিতে দুই দলের তারকাই অতীতে এই বিশেষ ভঙ্গিমায় নাচ করেন, তা নিয়ে প্রচুর লেখালিখিও হয়। এবার কিন্তু আর নাগিন ডান্স নয়, বরং 'নাগিন'-রই দেখা মিলল। দ্বীপরাষ্ট্রে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের টেস্ট সিরিজ় শেষ হয়েছে। বুধবার, ২ জুলাই থেকে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের ওয়ান ডে সিরিজ়ও শুরু হয়ে গিয়েছে। সেই সিরিজ়ের প্রথম ম্যাচেই কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে দেখা গেল এক অভাবনীয় দৃশ্য়। এক বিরাট সাপের দেখা মিলল।  

প্রেমদাসা স্টেডিয়ামে ম্যাচ চলাকালীনই সাত ফুট লম্বা সেই সাপের দেখা মেলে। ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাট করার সময়ই সেই সাপকে মাঠে ঘুরতে দেখা যায়। হঠাৎ করে ম্যাচের মাঝে এমনভাবে সাপ ঘোরাফেরা করতে দেখলে যে কেউই উদ্বিগ্ন হবেন। তবে সৌভাগ্যবশত তেমন কোনও কসরত ছাড়াই সহজেই সেই সাপকে ধরে নিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। কারুর কোনওরকম আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে হ্যাঁ, এই ঘটনায় ম্য়াচ বেশ কিছুটা সময় স্থগিত থাকে।

শ্রীলঙ্কায় কিন্তু ২২ গজের লড়াই চলাকালীন মাঠে এই সাপ ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। অতীতেও লঙ্কা প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্ট চলাকালীন মাঠে সাপ ঢোকার ঘটনা ঘটেছিল। ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকারদেরও বলতে শোনা যায় যে এই মাঠে এমন ঘটনা মাঝে মধ্যেই ঘটে। এতদিন ঘরোয়া লিগ বা টুর্নামেন্টে দেখা মিলত, এবার খালি আন্তর্জাতিক ম্যাচেও একই কাণ্ড ঘটল।    

এই ম্য়াচে প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা শুরুটা একেবারেই ভাল করতে পারেনি। নিশান মধুষ্কা ছয় রান করেন, আরেক ওপেনার পাথুম নিসঙ্কা তো খাতাই খুলতে পারেননি। তবে দলের হয়ে পাল্টা লড়াই করেন কুশল মেন্ডিস। তিনি ৪৫ রানের ইনিংস খেলেন। লঙ্কান অধিনায়ক চরিথ আসালঙ্কা ১০৬ রানের ইনিংস খেলেন। এই দুইয়ের দৌলতেই ২৪৪ রান তুলতে সক্ষম হয় ইংল্য়ান্ড।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ জয়ের পথে অগ্রসর ছিল। তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত বেশ ভালভাবেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে হঠাৎই ব্য়াটিং ধস পাঁচ রানের ব্যবধানে সাত উইকেট হারায় ওপার বাংলার দল। জাকের আলির লড়াকু হাফসেঞ্চুরি সত্ত্বেও ১৬৭ রানেই বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায়।