নয়াদিল্লি: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচে ২২ গজের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পাশাপাশি চূড়ান্ত নাটকেরও সাক্ষী হয়ে থাকলেন ক্রিকেটপ্রেমীরা। এদিন বিশ্বকাপের (ODI World Cup 2023) ৩৮তম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। ম্যাচে শ্রীলঙ্কান ইনিংসে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয়ে থাকল সকলে। বিশ্বকাপে প্রথমবার টাইমড আউট নিয়মে আউট হয়ে ফেরেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ় (Angelo Mathews)। আউটের আবেদন করেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan)। ফলে আম্পায়াররা বাধ্য হয়েই নিয়ম মেনে ম্যাথিউজ়কে আউট দেন।


দ্বিতীয় ইনিংসে শাকিবকে আউট করেন সেই ম্যাথিউজ়ই। বাংলাদেশ অধিনায়ককে আউট করে অদৃশ্য ঘড়ির দিকে ঈশারা করে উইকেট উদযাপন করেন শ্রীলঙ্কান তারকা অলরাউন্ডার। আইসিসির তরফে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, 'অ্যাঞ্জেলো ম্যাথিউজ় শাকিব আল হাসানের ইনিংস সমাপ্ত করলেন।'


 






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগেই আফগানিস্তান শিবিরে সচিন তেন্ডুলকর