ইনদওর: টি-২০ ক্রিকেট মানেই ব্যাটারদের শাসন। স্কোর ২০ ওভারে কখনও পেরিয়ে যায় দুশো, তো কখনও ব্যাটাররা দলকে পৌঁছে দেন আড়াইশো রানের পাহাড়ে।
তা বলে টি-২০ ক্রিকেটে প্রায় সাড়ে তিনশো রান উঠবে? ক্রিস গেল, এ বি ডিভিলিয়ার্স, সূর্যকুমার পাণ্ড্যরাও হয়তো কখনও কল্পনা করেননি। সেই কার্যত অসাধ্যই সাধন করে দেখাল বঢোদরা (Baroda vs Sikkim)। সিকিমের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩৪৯ রান তুলল ক্রুণাল পাণ্ড্যর দল।
আরও পড়ুন: ইডেনে প্রবেশে কড়াকড়ি! আটকে গেলেন জেলা প্রতিনিধি, নিয়ম নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ সদস্যরা
শুরু থেকেই ঝড় তুলেছিলেন বঢোদরার দুই ওপেনার শাশ্বত রাওয়াত ও অভিমন্যু সিংহ। শাশ্বত মাত্র ১৬ বলে করেন ৪৩ রান। অভিমন্যু ১৭ বলে করেন ৫৩। দুই ওপেনার ৫.১ ওভারে ৯২ রান যোগ করেন।
সেই ভিতের ওপর দাঁড়িয়ে সিকিমের বোলারদের দুঃস্বপ্ন উপহার দিলেন ভানু পানিয়া। তিন নম্বরে নেমে ৫১ বলে ১৩৪ রানের অপরাজিত, বিস্ফোরক ইনিংস খেললেন। চার নম্বরে নেমে ১৭ বলে ৫৫ রান করেন শিবালিক শর্মা। ১৬ বলে ৫০ রান করেন বিষ্ণু সোলাঙ্কি। টি-২০ ক্রিকেটে এই স্কোর বিশ্বরেকর্ড।
এই ম্যাচে হার্দিক পাণ্ড্যকে বিশ্রাম দিয়েছিল বঢোদরা। তাতেও প্রথমে ব্যাট করে ২০ ওভারে তারা তোলে ৩৪৯/৫। এতদিন জাম্বিয়ার বিরুদ্ধে জিম্বাবোয়ের ৩৪৪/৪ ছিল টি-২০ ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ স্কোর। সেই রেকর্ড ভেঙে দিল বঢোদরা।
পাশাপাশি টি-২০ ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও ভেঙে দিল বঢোদরা। বৃহস্পতিবার ১৭টি ছক্কা মেরেছে বঢোদরা। যার মধ্যে ভানু পানিয়াই মেরেছেন ১৫ ছক্কা। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসাবে তিনশো বা তার বেশি স্কোর করল কোনও দল।
সিকিমের বোলারদের মধ্যে রোশন কুমার ৪ ওভারে ৮১ রান দিয়েছেন। টি-২০ ক্রিকেটে কোনও ভারতীয় বোলারের দেওয়া সবচেয়ে বেশি রানের নজির এটা। এর আগে গুজরাত টাইটান্সের মোহিত শর্মা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ ওভারে ৭৩ রান দিয়েছিলেন।
রান তাড়া করতে নেমে ৮৬/৭ স্কোরে আটকে যায় সিকিম। ২৬৩ রানে ম্যাচ জিতেছে বঢোদরা।