মুম্বই: নিজে বিশ্ববন্দিত ক্রিকেটার। ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের (Sachin Tenulkar) পরিবারে খুশির আবহাওয়া। মেয়ে সারা তেন্ডুলর (Sara Tendulkar) চাকরি পেলেন। সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের ডিরেক্টর পদে যোগ দিলেন মেয়ে সারা তেন্ডুলকর। নিজের সোশ্য়াল মিডিয়ায় সে কথা জানালেন সচিন নিজেই। নিজের সোশ্যাল মিডয়ায় মাস্টার ব্লাস্টার লিখেছেন, ''আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমার মেয়ে সারা তেন্ডুলর সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের ডিরেক্টর পদে যোগ দিয়েছে। ও লন্ডন থেকে ক্লিনিকাল এবং পাবলিক হেলথ নিউট্রিশনে স্নাতকোত্তর করেছে সারা। খেলাধূলো, স্বাস্থ্য ও শিক্ষায় এই ফাউন্ডেশন ভারতের উন্নতিতে অগ্রসর ভূমিকা নেবে বলেই আশা করি।''
২০১৯ সালে স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরের সঙ্গে জুটি বেঁধে ফাউন্ডেশন শুরু করেছিলেন সচিন। সচিন নিজের সোশ্য়াল মিডিয়ায় সারার কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে মা-র সঙ্গে সংস্থার হয়ে কিছুদিন আগে উদয়পুরে একটি গ্রামে গিয়েছিলেন সারা। সেখানেই কিছু শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। মডেলিং ও ফ্যাশন দুনিয়ার সঙ্গে বেশ দীর্ঘদিন ধরেই জড়িয়ে রয়েছেন সারা। তাঁর ইনস্টাগ্রামেও প্রায় সাড়ে সাত মিলিয়ন ফলোয়ার্স রয়েছে তাঁর। সারা নিজের পরিচিতও গড়েছেন বাবার পরিচয় ছেড়েই।
সচিন তেন্ডুলকর বিশ্ব ক্রিকেটের সেরা নাম। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের মালিক তিনি। যেই রেকর্ড হয়ত কোনওদিনই কেউ ভাঙতে পারবেন না। আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র ক্রিকেটার যিনি একশো সেঞ্চুরির মালিক। সচিনের ছেলে অর্জুন তেন্ডুলকরকে বেস প্রাইসেই দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু তাঁর সাম্প্রতিক সময়ের পারফরম্য়ান্স একেবারেই ভাল নয়। সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর এবার বাদ পড়লেন গোয়া দল থেকে। পারফরম্যান্সে প্রত্যাশা পূরণ করতে না পারার জন্যই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
ঘরোয়া ক্রিকেটের টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি টি-২০ চলছে। গ্রুপ ই-তে রয়েছে গোয়া। তবে এখনও পর্যন্ত গ্রুপ পর্বে ৫ ম্যাচের মধ্যে চারটিতেই হেরে গিয়েছে গোয়া। একটিমাত্র জয়। পয়েন্ট টেবিলে সাত দলের গ্রুপে ছ'নম্বরে রয়েছে গোয়া। সবচেয়ে বড় কথা, যে রাজ্য ছেড়ে গোয়ার হয়ে ক্রিকেট খেলতে এসেছেন অর্জুন, সেই মুম্বইয়ের বিরুদ্ধেই কুৎসিত পারফর্ম করেছেন সচিন-পুত্র। ৪ ওভারে দিয়েছেন ৪৮ রান। ব্যাট হাতে করেছেন মাত্র ৯ রান। তারপরই তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।