মুম্বই: অবশেষে জল্পনাই সত্যি হল। পলাশ মুচ্ছলের (Palash Mucchal) সঙ্গে বিয়ে ভেঙে দিলেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। সোশ্য়াল মিডিয়ায় নিজেই সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন মহিলা ওয়ান ডে বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন। গত কয়েক দিনে স্মৃতি-পলাশের বিয়ে সংক্রান্ত খবর বিস্তর আলোচনা চলছিল সোশ্য়াল মিডিয়াতেই। বিয়ের দিন দুপুরে স্মৃতির বাবার অসুস্থতা থেকে শুরু করে পলাশের অন্য় মেয়ের সঙ্গে ভাইরাল চ্যাট সবকিছুর পর স্থগিত হয়ে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান। এবার নিজেই খোলসা করে তারকা বাঁহাতি ওপেনার জানিয়ে দিলেন যে বিয়েটা পুরো পুরি বাতিলই হয়ে গিয়েছে। তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত, তা কিছুই জানাননি স্মৃতি।

Continues below advertisement

নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্টে স্মৃতি লিখেছেন, ''গত কয়েক সপ্তাহ আমার জীবনে অনেক কিছু ঘটেছে। অনেক কিছু জল্পনা তৈরি হয়েছে আমাকে নিয়ে। আমার মনে হয় এই মুহূর্তে আমার কথা বলা গুরুত্বপূর্ণ। সব কিছু খোলামেলা জানিয়ে দেওয়া উচিৎ। আমি খুবই ব্যক্তিগত প্রকৃতির। আমি সে ভাবেই থাকতে চাই। কিন্তু আমার স্পষ্ট করে বলা দরকার যে, আমার বিয়ে বাতিল করা হয়েছে। আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং সবাই একই অনুরোধ জানাচ্ছি''

Continues below advertisement

ওয়ান ডে মহিলা ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার আরও লিখেছেন, ''আমি সবাইকে অনুরোধ করছি যে দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। আমি বিশ্বাস করি, আমাদের সবার ও আমার একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে। সব সময় সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করে আসছি। আমি আশা করি, যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারব। তাতেই আমার মনোযোগ থাকবে। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। এগিয়ে যাওয়ার সময় এসেছে''

স্মৃতি মান্ধানা এবং সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের বিয়ে ২০২৫ সালের ২৩শে নভেম্বর হওয়ার কথা ছিল। স্মৃতি এবং পলাশের বন্ধু, আত্মীয়-স্বজনরা তাঁদের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। হলুদ, মেহেন্দির পর সঙ্গীত অনুষ্ঠানও হয়ে গিয়েছিল। এই অনুষ্ঠানগুলির ভিডিও সোশ্যাল মিডিয়ায় লাগাতার ভাইরাল হচ্ছিল, সবাই খুব খুশি ছিলেন। মান্ধানা এবং পলাশের নাচের ভিডিও সামনে এসেছিল। কিন্তু ২ সপ্তাহ কাটতেই সবই যেন এখন শুধুই স্মৃতি।