দুবাই: আগামী ৪ অক্টোবর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্য়াচে খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ম্য়াচে সামনে নিউজিল্যান্ড। আর দ্বিতীয় ম্যাচেই হাইভোল্টেজ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে হরমনপ্রীত কৌরের দল। আগামী ৬ অক্টোবর দুবাইয়ে খেলতে নামবে ২ দল। কিন্তু সেই ম্য়াচের আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলের চিন্তার কারণ গরম। 


দুবাইয়ে ভারত-পাকিস্তান ডুয়েল। আর এই দুবাইয়ে এখনও তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। বিকেলের ম্য়াচ। ফলে সেই সময় গরম একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেল স্মৃতি মন্ধানা বলছেন, ''বিকেলের খেলাটা সত্যিই আমাদের কাছে একটু চ্যালেঞ্জিং হতে পারে। কিন্তু যখন তুমি ভারতীয় দলের জার্সিতে খেলবে, তখন কোনও অজুহাত দেওয়া একদমই উচিত নয়। তোমাকে সবরকম পরিস্থিতির জন্য তৈরি থাকতেই হবে। তবে আমরা অনেকগুলো প্র্যাক্টিস সেশন করেছিলাম বিকেলের দিকে। ফলে পাকিস্তানের বিরুদ্ধে নামার সময় আমরা মানসিকভাবে প্রস্তুত থাকতে পারব। মানসিকভাবে আমাকে অনেক শক্তিশালী থাকতে হবে। এটা কখনওই সহজ কাজ নয়। ভারত থেকে গিয়ে মানিয়ে নেওয়াটা চাপের হয়। বিশেষ করে প্রথম কয়েকদিন।''


বিশ্বকাপের মঞ্চ। তার মধ্যে ভারত-পাকিস্তান দ্বৈরথ। অবশ্যই বাড়তি একটা উত্তেজনা তো থাকবেই। মন্ধানা বলছেন, ''আমার মনে হয় ভারত-পাকিস্তান ম্য়াচের আবেগ একেবারে অন্যরকমের থাকে। আমার কাছে প্রতিটা বিশ্বকাপ ও তার ম্য়াচের সমান গুরুত্ব। এখানে পাকিস্তান বলে আলাদা কিছু নয়। আমরা সব ম্য়াচেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। শুধু এই ম্য়াচের উত্তেজনা সমর্থকদের মধ্যেও প্রচণ্ড পরিমানে থাকে।''


এদিক, ব্য়াট হাতে নিজের রেকর্ড গড়া বা পারফর্ম করার থেকেও দল হিসেবে যদি খেতাব জিততে পারেন সেটাই বেশি তৃপ্তি দেবে তাঁকে, এমনটাই জানিয়ে দিলেন শেফালি। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে শেফালি বলেন, ''আমাদের সবার একটাই লক্ষ্য, ট্রফি জেতা। ব্যক্তিগত পারফরম্য়ান্স, রেকর্ড সবই ঠিক আছে। ওগুলো খেলার অঙ্গ। কিন্তু দল যদি খেতাব জেতে, তার থেকে সেরা অনুভূতি আর কিছু হতে পারে না।''


২০১৯ সালে অভিষেকের পর থেকে ৮১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৯৪৮ রান করেছেন শেফালি। ১০টি অর্ধশতরান হাঁকিয়েছেন এই তরুণী। সর্বোচ্চ ৮১। শেফালি বলছেন, ''কেরিয়ারের শুরুর দিকে যখন খেলতাম তখন আমি মাঠে নামতাম আর ব্যাট হাতে চালিয়ে খেলার চেষ্টা করতাম প্রথম বল থেকেই। কিন্তু এখনও আমার ভাবনা চিন্তা বদল হয়েছে। এখন পরিস্থিতি অনুযায়ী ব্যাট করার কথা ভাবি।''