নয়াদিল্লি: ভারতীয় অধিনায়ক, সিএবি সভাপতি, বোর্ড সভাপতি, টিম ডিরেক্টর, আইসিসি বিভিন্ন কমিটির না না পদে এতদিন দায়িত্ব সামলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এবার নতুন এক ভূমিকায় দায়িত্ব নিলেন তিনি। অতীতে দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফের অংশ ছিলেন তিনি। এবার ক্যাপিটালসের প্রধান কোচ নির্বাচিত হলেন সৌরভ।

মঙ্গলবারই সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফ্র্যাঞ্চাইজির তরফে প্রধান কোচ হিসাবে নিয়োগ করার কথা ঘোষণা করা হল। তবে দিল্লি ক্যাপিটালস নয়, তিনি ক্যাপিটালসের দক্ষিণ আফ্রিকান ফ্র্যাঞ্চাইজি প্রিটোরিয়া ক্যাপিটালসের (Pretoria Capitals) প্রধান কোচ নিযুক্ত হলেন। ফ্র্যাঞ্চাইজির তরফে সৌরভকে প্রধান কোচ হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত ঘোষণা করে ক্যাপিটালসের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, 'ক্যাপিটালসের শিবিরে মহারাজ নিজের ফ্লেয়ার যোগ করছেন। আমরা অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে জানাচ্ছি সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমাদের নতুন কোচের পদ নিয়োগ করা হচ্ছে। সেঞ্চুরিয়ন অপেক্ষায় রয়েছে।'  

 

 

এর আগে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন সৌরভ, তবে এই প্রথম কোনও ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসাবে দায়িত্ব নিলেন সৌরভ। গত বছর তিনি জেএসড্বুলর ডিরেক্টর অফ ক্রিকেট পদে নিযুক্ত হয়েছিলেন। এক বছর পরেই জনাথন ট্রট দলের হতাশাজনক পারফরম্যান্সের পর কোচের দায়িত্ব ছাড়েন। তারপরেই সৌরভকে দায়িত্ব নিলেন। এই দিনকয়েক আগেই পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে কোনওসময় দায়িত্ব নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তাঁর সেই স্বপ্নই এবার বাস্তবে রূপান্তরিত হল।

সৌরভ একা নন, আরও এক কিংবদন্তিকে কোচিং স্টাফে যুক্ত প্রিটোরিয়া। সৌরভের সহকারী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক শন পোলক (Shaun Pollock)। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতোই পোলকও দেশের হয়ে শতাধিক টেস্ট এবং তিনশোরও বেশি ওয়ান ডে ম্যাচ খেলে জাতীয় দলের হয়ে অধিনায়কত্বও করেছেন।   

 

গত মরশুমে দশটির মধ্যে মাত্র দুইটি ম্য়াচ জিতেছিল প্রিটোরিয়া ক্যাপিটালস। দুই কিংবদন্তিকে কোচিং পদে দায়িত্ব দেওয়ায় পর ভাগ্য়বদলেরই আশায় থাকবে ক্যাপিটালস ম্য়ানেজমেন্ট।