সন্দীপ সরকার, কলকাতা: গোটা ভারতীয় ক্রিকেট সমাজে হইচই চলছে। রোহিত শর্মার হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে ওয়ান ডে দলের নেতৃত্বের দায়িত্ব। নতুন অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে।
অনেকে অবাক হচ্ছেন এটা ভেবে যে, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো অধিনায়ক কী করে পরের টুর্নামেন্টেই নেতৃত্ব হারান! সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য অবাক হচ্ছেন না। মধ্য কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভ বলেন, 'আমি নিশ্চিত রোহিতের সঙ্গে কথা বলা হয়েছিল। তাই জানি না এটাকে ছেঁটে ফেলা বলা যায় কি না। আমি নিশ্চিত কথা বলে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ রোহিত অসাধারণ এক নেতা। গত ২ বছরে ও টি-২০ বিশ্বকাপ জিতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। রোহিত শর্মার পারফর্ম্যান্সের জন্য সরানো হয়নি।'
রোহিতের বয়স ফ্যাক্টর হবে বলেও মনে করছেন সৌরভ। বলেছেন, '২ বছর পর ওয়ান ডে বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০ বছর আর আমার মনে হয় সেটাও নির্বাচকদের মনে কাজ করেছে। ভারতে বিশ্বকাপ হলে তাও একরকম, খেলা হবে দক্ষিণ আফ্রিকায়। রোহিত আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট খেলে না। তাই ২০২৬ সালে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপে ও খেলবে না। কিন্তু দক্ষিণ আফ্রিকায় যখন ওয়ান ডে বিশ্বকাপ হবে, রোহিতের বয়স হবে ৪০ বছর। খেলাধুলোয় সেটা বড় সংখ্যা। ও এতদিন ধরে খেলছে। ৪০ বছর বয়সেও খেলা চালিয়ে যাবে কি না, সেটা নিয়ে কেউই নিশ্চিত নয়।'
শুভমনকে অধিনায়ক করার সিদ্ধান্তকে সমর্থন করছেন সৌরভ। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলছেন, 'আমি মনে করি না রোহিতকে সরিয়ে শুভমনকে অধিনায়ক করাটা খারাপ সিদ্ধান্ত। এটা সকলের ক্ষেত্রেই হয়। আমি যখন ওয়ান ডে ক্রিকেট খেলা বন্ধ করি, আমার বয়স ছিল ৩৭ বছর। রাহুল দ্রাবিড়েরও এই অভিজ্ঞতা হয়েছিল। আমরা প্রত্যেকেই ওয়ান ডে ক্রিকেটে ১০, ১১ বা ১২ হাজার রান করেছি। এটা সকলের ক্ষেত্রেই হয়। এমনকী, আজ থেকে দশ বছর পরে শুভমন গিলের বয়স যখন ৪০ বছর হবে, তখন ওরই এই অভিজ্ঞতা হবে। ওরও ঝুলিতে তখন ১২ বা ১৩ হাজার রান থাকবে। ওকেও এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। খেলাধুলোর জগতে, সে ফেডেরার হোক, কিংবা সাম্প্রাস, বা মারাদোনা, একদিন না একদিন থামতে হবেই।'
সৌরভ যোগ করেছেন, 'সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি শুভমন গিলকে তুলে ধরা ও সামনে আনার মধ্যে খারাপ কোনও সিদ্ধান্ত দেখছি না। কারণ ইংল্যান্ডে ও নিজের প্রতিভা দেখিয়েছে। এই নতুন ছেলেগুলোকে উৎসাহ দিতে হবে। আমার ধারণা রোহিতের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানি না ভেতরে কী হয়েছিল। তবে রোহিতের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে মনে হয়। আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত। রোহিত খেলা চালিয়ে যেতেই পারে। পাশাপাশি নতুন একজনকে অধিনায়ক হিসাবে তৈরি করে নেওয়া গেল। তাতে সমস্যার তো কিছু দেখছি না।'