কলকাতা: ভারতীয় ক্রিকেটে এই দুদিনের অপেক্ষায় থাকেন সকলে। ৭ জুলাই, যেদিন কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) জন্মদিন। যিনি ভারতীয় দলের অধিনায়ক হিসাবে জোড়া বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি-সহ একের পর এক কোহিনূর জিতেছেন। আর ৮ জুলাই, সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জন্মদিন। ভারতীয় ক্রিকেটে দিনবদলের কারিগর। যাঁর হাতে তৈরি হয়েছিল নতুন এক ভারতীয় দল। গড়াপেটার অন্ধকার থেকে যিনি দেশের ক্রিকেটকে স্বচ্ছতার আলোয় ফিরিয়েছিলেন। ছন্নছাড়া দলকে গেঁথেছিলেন এক সুতোয়। তৈরি হয়েছিল টিম ইন্ডিয়া।


৫২ বছর পূর্ণ করলেন সৌরভ। তবে বিশেষ এই দিনে তাঁর অসংখ্য ভক্ত-অনুরাগীদের অনেকেরই মন খারাপ। কারণ, বিশেষ এই দিনে শহরে নেই মহারাজ।


৮ জুলাই মানেই বেহালার বীরেন রায় রোডের বিখ্যাত লাল বাড়ির সামনে সকাল থেকে ভক্তদের লম্বা লাইন পড়ে যায়। কেউ হাতে করে নিয়ে যান ফুলের তোড়া, তো কেউ মিষ্টির প্যাকেট। কেক। উপহার। ভক্তদের আনা কেক কাটেন সৌরভ। সকলের সঙ্গে জন্মদিন উদযাপন করেন সৌরভ।


তবে এবার কলকাতায় নেই জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট। লন্ডনে কাটছে তাঁর জন্মদিন। ৩ জুলাই কলকাতা ছেড়ে লন্ডনের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন সৌরভ। ৪, ৫ ও ৬ জুলাই লন্ডনে এমসিসি-র বৈঠক ছিল। এমসিসি-র ক্রিকেট কমিটিতে রয়েছেন সৌরভ। তিনি সেই বৈঠকে যোগ দেন। কন্যা সানা এখন লন্ডনেই কর্মরত। যে সংস্থায় সানা চাকরি করছেন, সেই সংস্থার এক অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন সৌরভ। আপাতত কয়েকদিন প্রবাসেই ছুটি কাটাবেন। রবিবার, ৭ জুলাই রথের দিন সৌরভের পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নারের খুঁটি পুজো ছিল। যে পুজোকে সকলে সৌরভের পুজো হিসাবেই চেনেন। পাড়ার পুজোর খুঁটি পুজোতেও হাজির থাকতে পারেননি মহারাজ। সব মিলিয়ে বিশেষ এই দিনে প্রিয় তারকাকে দেখতে না পেয়ে মন খারাপ কলকাতার অনুরাগীদের।



সৌরভ স্ত্রী ডোনার সঙ্গে জন্মদিনে একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে দিয়েছেন মজার ক্যাপশন। লিখেছেন, 'আরও এক বছর বয়স কমার দিনটি লন্ডনে উদযাপন করছি।' সেই পোস্টটি ভাইরাল হয়। প্রচুর মানুষ শুভেচ্ছা জানান সৌরভকে।


আরও পড়ুন: কোপা আমেরিকার সেমিফাইনালে মেসিদের প্রতিপক্ষ কারা, নির্ধারিত হয়ে গেল





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।