মুম্বই: দেশ ছাড়ছেন বিরাট কোহলি (Virat Kohli)? টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতেছেন সদ্য কিছুদিন আগে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে আলবিদাও জানিয়ে দিয়েছেন। কুড়ির ফর্ম্য়াটে এখন শুধুমাত্র আইপিএলেই খেলতে দেখা যাবে কোহলিকে। যদিও টেস্ট ও ওয়ান ডে-তে এখনও আছেন বিরাট। কিন্তু এরমধ্যেই একটি খবর চারিদিকে দাবানলের মত ছড়িয়ে পড়েছে। তা হল বিরাট কোহলি নাকি দেশ ছাড়়তে পারেন। হ্যাঁ, স্ত্রী অনুষ্কা শর্মা, মেয়ে ভামিকা ও ছেলে অকায়কে নিয়ে নাকি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে শুরু করবেন প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু এমন খবর কতটা সত্য?


উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর মুম্বইয়ের মেরিন ড্রাইভে প্যারেডে অংশ নিয়েছিল বিশ্বজয়ী ভারতীয় দল। সেখানে রােহিত ও বিরাটকে একসঙ্গে ট্রফি হাতেও দেখা যায়। এছাড়া প্রধানমন্ত্রীর বাসভবনেও গিয়েছিলেন বিরাট। নিজের পরিবার, দাদা, বৌদি, মায়ের সঙ্গে দেখাও করেন। এরপরই পরের দিন লন্ডনের উদ্দেশে বেরিয়ে যান বিরাট। এর থেকেই আরও বেশি করে ভাবনা চিন্তা শুরু হয়েছে যে আদৌ কি দেশ ছেড়ে দিচ্ছেন বিরাট।


ভামিকা হওয়ার সময় দীর্ঘদিন বিদেশে ছিলেন বিরুষ্কা। এরপর অনুষ্কা যখন দ্বিতীয়বার গর্ভবতী হন, তখনও দেশের বাইরেই ছিলেন তারকা দম্পতি। লন্ডনের রাস্তায় বিরাটের ছবিও ভাইরাল হয়। প্রায় ২ মাস পরে দেশে ফেরেন বিরাট আইপিএল ও বিশ্বকাপের আগে। এরপর অনুষ্কাকেও দেখা যায় ভারতে। অকায় হওয়ার খবরও বেশ চুপিসারেই জানিয়েছিলেন বিরাট। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফের লন্ডনে উড়ে যাচ্ছেন কিং কোহলি ও অনুষ্কা। 


উল্লেখ্য, দেশের জার্সিতে ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে একের পর এক মাইলস্টোন ব্যাট হাতে ভেঙেছেন ও গড়েছেন। ওয়ান ডে ফর্ম্য়াটে সর্বাধিক শতরানের মালিক এই মুহূর্তে কিং কোহলি। সব ফর্ম্য়াট মিলিয়ে সচিন তেন্ডুলকরের পরই সর্বাধিক সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। এছাড়াও আইপিএলে সবচেয়ে বেশি অরেঞ্জ ক্য়াপও রয়েছে তাঁর ঝুলিতে। জিতেছেন ২০১১ ওয়ান ডে বিশ্বকাপ, ২০১৩ চ্য়াম্পিয়ন্স ট্রফি ও চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালের মঞ্চে ৭৬ রানের ম্য়াচ জেতানো ইনিংস খেলেছিলেন। ম্য়াচের সেরাও নির্বাচিত হন বিরাট। গোটা টুর্নামেন্টে ভাল পারফর্ম করতে না পারলেও ফাইনালে প্রয়োজনের সময় জ্বলে উঠেছিলেন তিনি। শুধুমাত্র অধিনায়ক হিসেবে নিজে সাফল্যের মুখ দেখেননি কিং কোহলি।