কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের দুই মহারথী বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুইজনে একসঙ্গেই অবসর ঘোষণা করেছিলেন। দিনকয়েক আগেই উভয় তারকা কয়েক দিনের ব্যবধানে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন। এমন পরিস্থিতিতে বছর দু'য়েক পরে আয়োজিত ৫০ ওভারের বিশ্বকাপের জন্য নিজেদের ফিট রাখা রোহিতদের জন্য বেশ কঠিনই হবে বলে মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
সৌরভের মতে কেবল একটা ফর্ম্যাট খেলায় ছন্দে থাকাটা দুই তারকার জন্যই কঠিন। বিশ্বকাপের বছরে রোহিতের বয়স ৪০-র গণ্ডি পার করে ফেলবেন, আর কোহলির বয়স হবে ৩৮। সৌরভ পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৭ সালে রোহিত ও বিরাটের বিশ্বকাপ খেলার প্রসঙ্গে বলেন, 'আমাদের সকলের এটা বোঝা জরুরি যে বাকি সবার মতোই ধীরে ধীরে ওরা খেলার থেকে দূরে সরে যাবে এবং খেলা ওদের থেকে সরে আসবে। বছরে মাত্র ১৫টা ম্যাচ খেলাটা সহজ হবে না।'
ভারতের হয়ে ওয়ান ডেতে সর্বাধিক রান করা ক্রিকেটারদের অন্যতম সৌরভ গঙ্গোপাধ্যায়কে এই দুই মহাতারকাকে কোনও পরামর্শ দেওয়ার কথা জিজ্ঞেস করা হলেও তিনি অবশ্য কোনও পরামর্শ দিতে চাননি। 'আমার ওদের কোনও পরামর্শ দেওয়ার নেই। আমি যতটা ক্রিকেট জানি, বুঝি, ওরাও ততটা জানে। ওরাই নিজেদের সিদ্ধান্ত নেবে।' মত সৌরভের। পাশাপাশি তিনি এও জানান যে বিরাট কোহলির মতো দক্ষ ক্রিকেটারের বদলি ক্রিকেটার খুঁজে পাওয়াটা নিঃসন্দেহে কঠিন, তবে তিনি এই বিষয়টার নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন।
সৌরভ একই সাক্ষাৎকারে স্পষ্ট করে দেন যে তাঁর রাজনীতিতে প্রবেশ করার বিন্দুমাত্র কোনও ইচ্ছা নেই। তবে সুযোগ পেলে তিনি ভারতীয় দলের কোচ হতে আগ্রহী। 'আমি এই বিষয়ে কখনও তেমন ভাবিনি কারণ আমি খুব পরপরই ভিন্ন ভিন্ন দায়িত্ব পালন করেছি। ২০১৩ সালে ক্রিকেট খেলা শেষ করি আমি, তারপর বোর্ড সভাপতি হই। ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যতই বলবে। আমার বয়স তো এখন সবে ৫০ (৫৩), তাই এখনও খানিকটা সময় রয়েছে। দেখা যাক। কিন্তু হ্যাঁ, এইরকম কোনও সুযোগ পেলে আমি আগ্রহী। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।' বলেন তিনি। অবশ্য বর্তমান কোচ গৌতম গম্ভীরের প্রতিও নিজের আস্থার কথা জানিয়ে দেন সৌরভ।