কলকাতা: সাইবার হানা একেবারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বাড়িতে। হ্যাক করা হল ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তারপরই সেই অ্যাকাউন্ট থেকে মুহূর্মুহূ ফ্রেন্ড রিকোয়েস্ট গেল বিভিন্ন ব্যক্তির কাছে। মেসেঞ্জারে চাওয়া হল অর্থ। অ্যাকাউন্ট হ্যাক করে সাইবার ক্রাইমের ক্ষেত্রে যা হয়ে থাকে আর কী!


জানাজানি হতেই সতর্ক হয়ে গেলেন ডোনা। সতর্ক করে দিলেন পরিচিত সকলকেও। তাঁর ভুয়ো অ্যাকাউন্টের স্ক্রিনশট দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ডোনা। জানালেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে।


আর সেই পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে কি না মস্করা করে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়! লিখে দিলেন, যাক বাবা, কয়েকদিনের জন্য অন্তত রেহাই।


সৌরভের স্ত্রী হওয়ার পাশাপাশি ডোনার আর এক পরিচয়, তিনি বিখ্যাত নৃত্যশিল্পী। ওডিশি নাচ করেন। বিভিন্ন অনুষ্ঠানে শো করেন। রয়েছে নাচের স্কুল দীক্ষামঞ্জরী। পাশাপাশি বিদেশেও রয়েছে তাঁর ছাত্র-ছাত্রী। অনলাইনেও ক্লাস করান ডোনা।


বৃহস্পতিবার ডোনা ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে নিজের ফেসবুক প্রোফাইলটির স্ক্রিনশট শেয়ার করেন। লেখেন, 'এই অ্যাকাউন্টটি আমার আয়ত্তে নেই। হ্যাক করা হয়েছে। এর কোনও অ্যাক্টিভিটির সঙ্গেই আমার যোগ নেই। সুতরাং সকলে সতর্ক থাকবেন।'


সেই পোস্টটি অনেকেই শেয়ার করেন। পরিচিতরা অনেকেই ফোন করেও ডোনাকে জানান যে, তাঁদের কাছে হ্যাক হয়ে যাওয়া অ্যাকাউন্ট থেকে মেসেজ এসেছে। সাইবার ক্রাইম শাখায় ঘটনাটি সম্পর্কে জানিয়ে রাখা হয় গঙ্গোপাধ্যায় পরিবারের তরফে।


 




এর মাঝেই সৌরভের মজা করে লেখা কমেন্ট। ডোনার ইনস্টাগ্রাম পোস্টে গিয়ে সৌরভ লেখেন, 'পিস ফর আ হোয়াইল।' যার বাংলা করলে দাঁড়ায়, 'ক্ষণিকের জন্য স্বস্তি।' অনুরাগীরা অনেকেই সেই কমেন্টটিকে লাইক করেছেন। কেউ কেউ লিখেছেন, দাদার মন্তব্য অনবদ্য। একজনের মন্তব্য, 'দাদার মধ্যে যে কতটা হাস্যরস রয়েছে, বোঝা যায় এই কমেন্ট থেকে।'


খোঁজ নিয়ে জানা গেল, ডোনার অ্যাকাউন্টটি রিকভার করা সম্ভব হয়েছে। সেটি ফের ব্যবহার করতে শুরু করেছেন সৌরভ ঘরনি। গঙ্গোপাধ্যায় পরিবারেও স্বস্তি।                     


আরও পড়ুন: ৬ মাস আগে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব হারিয়েছিলেন, ভারতকে তুললেন ফাইনালে, রোহিতে মুগ্ধ দাদা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।