কলকাতা: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সেরা ওপেনিং জুটির কথা উঠলেই দুজনের কথা মনে পড়বেই। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ২ জনে মিলে জুটি বেঁধে অসংখ্য ম্য়াচ ভারতের তরী পার করিয়েছেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনা পেরিয়ে ব্যক্তিগত পরিসরেও সৌরভ-সচিনের সম্পর্ক এখনও চিরমধুর। কিন্তু এই সচিনই নাকি সৌরভের বিরুদ্ধে একবার যড়যন্ত্র করেছিলেন। আর তাতে সঙ্গ দিয়েছিলেন সচিনের ছোটবেলার বন্ধু বিনোদ কাম্বলি (Vinod Kambli)।


ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন শো-তে এসেছিলেন সৌরভ। সেখানে তিনি বলেন, ''কোনও এক রবিবার বিকেলের দিকে আমি ঘুমোচ্ছিলাম। তখন আমার ১৪ বছর বয়স। ইন্দোরে ন্যাশনাল ক্য়াম্প ছিল। বাসু স্যার আমাদের প্রচুর দৌড় করাতেন তখন। রবিবারটা শুধু ছুটি থাকত। আমি ও আমার রুমমেট তাই নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম। হঠাৎ সন্ধের দিকে উঠে দেখি আমার ঘরে পুরো জল ভর্তি। স্যুটকেসগুলোও সব ভাসছে। আমি দৌড় বাথরুম গিয়ে দেখি, বাথরুম শুকনো। আমি দরজা খুলে দেখি সচিন ও বিনোদ আমার দরজার বাইরে দাঁড়িয়ে। আরও জল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তাঁরা।''


সচিনকে নিজের দেখা সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ ক্রিকেটার মেনে নিলেন সৌরভ। তিনি বলেন, ''ওর কেরিয়ারটা পুরোটাই অনেক কাছ থেকে দেখেছি আমি। বয়সভিত্তিক টুর্নামেন্টে ১৪ বছর বয়স থেকে খেলেছি একসঙ্গে। এরপর দেশের জার্সিতে খেলেছি। আমি মানুষটার ভেতরটা চিনতে, জানতে পারি। একসঙ্গে ওপেনিং করেছি অসংখ্য ম্য়াচ। আমি জানি ওঁ কি করতে চায়। কোথায় খেলতে চায়।''


কিছুদিন আগেই বর্ধমানে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপরই উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে সর্বত্র। সেই ঘটনার পর নিজেই আপডেট দিলেন সৌরভ। আশ্বস্ত করলেন অসংখ্য ভক্ত ও অনুরাগীদের। সৌরভ জানান, তিনি সম্পূর্ণ সুস্থ। গোটা ঘটনার বিবরণও দেন কিংবদন্তি ক্রিকেটার। সৌরভ জানান, যে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি তাঁর ছিল না। বন্ধুর গাড়ি ছিল। সৌরভ বলেন, 'ওটা আমার বন্ধুর গাড়ি ছিল। সামনে কনভয় ছিল। তারপর আমার বন্ধুর গাড়ি ছিল। তারপর অ্যাম্বুলেন্স ছিল। তারপর আর একটা কনভয় ছিল। হাইওয়েতে কোনও একটা গাড়ি ট্র্যাক থেকে বেরিয়ে গেলেই সমস্যা হয়।'


আরও পড়ুন: যোগরাজ সিংহের কোচিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন হবে পাকিস্তান দল? যুবরাজের বাবার মন্তব্যে বিতর্ক