কলকাতা: দেখতে দেখতে কেটে গিয়েছে ২৩ বছর। তবু ফিরে দেখলে মনে হয়, এই তো সেদিনের ঘটনা।
শনিবার ২৩ বছর আগের এক সুখস্মৃতিতে ভাসলেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যখন তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকায়। আর মেয়ের মুখ দেখার জন্য শরণাপন্ন হয়েছিলেন প্রযুক্তির।
কন্যা সানার ছবি ই-মেল মারফত কলকাতা থেকে পাঠানো হয়েছিল সৌরভের কাছে। যিনি তখন দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের হয়ে সিরিজ খেলতে ব্যস্ত ছিলেন। কম্পিউটার ডেস্কটপে ই-মেল খুলে সানার ছবি দেখেছিলেন সৌরভ। আর সেই মুহূর্তের ছবি লেন্সবন্দি করে রাখা হয়েছিল।
শনিবার যে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সৌরভ। সঙ্গে ক্যাপশনে লিখলেন, 'আমার পাওয়া সবচেয়ে মিষ্টি ই-মেল। সানার প্রথম ছবি... সেদিন মনে হয়েছিল দক্ষিণ আফ্রিকা কত কাছে।'
ছবিতে দেখা যাচ্ছে, সৌরভের চোখে মুখে আনন্দের ছাপ। ডেস্কটপে তাঁর ইয়াহু মেল আইডি খোলা। মাউসের এক ক্লিকেই তিনি দেখতে পেয়েছেন সানার ছবি। মেয়েকে দেখেই উদ্ভাসিত সৌরভের চেহারা। ঠোঁটের কোণে হাসি। বিদেশে বসেই নিজের পিতৃসত্তাকে সেদিন উপভোগ করেছিলেন বাইশ গজের প্রবাদপ্রতিম তারকা।
ভারতীয় দল এখন অস্ট্রেলিয়ায়। বর্ডার গাওস্কর ট্রফি খেলছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর পারথে সিরিজের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। তাও নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই। দ্বিতীয় সন্তান জন্মানোর সময় স্ত্রী রীতিকার পাশে থাকবেন বলে প্রথম টেস্টে খেলেননি রোহিত। যদিও সৌরভের সানার ছবি শেয়ার করা দেখে অনেকেই বলাবলি করছেন, দেশের স্বার্থে পারিবারিক সুখের সময়ও নিজেকে পেশাদারিত্বের মোড়কে মুড়ে রেখেছিলেন সৌরভ, মহেন্দ্র সিংহ ধোনিরা।
সৌরভেরও নজর রয়েছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের দাবি, বর্ডার-গাওস্কর ট্রফিতে অস্ট্রেলিয়া ভারতকে ৩-১ ব্যবধানে পরাজিত করবে। সে যতই প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ভারত ২৯৫ রানে হারাক না কেন। সৌরভ তাঁকে কটাক্ষ করেছেন। ভন জানিয়েছেন যে, পারথ টেস্টের দ্বিতীয় দিন তিনি সৌরভের কাছ থেকে একটি মেসেজ পেয়েছেন।
আরও পড়ুন: বন্ধুর প্রেমের প্রস্তাবে রাজি, স্নেহাশিস-কন্যার নতুন ইনিংস, খুশির হাওয়া সৌরভের পরিবারে