সন্দীপ সরকার, কলকাতা: বিতর্কে পুড়ছেন বিরাট কোহলি (Virat Kohli)। অস্ট্রেলিয়ায় রান পাননি। বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) ভারতের বিপর্যয়ের পর কাঠগড়ায় তোলা হয় কোহলিকেও। এমনকী, অনেকে দলে তাঁর জায়গা নিয়েও প্রশ্ন তুলেছেন।
তবে চাপের মুখে কোহলি পাশে পেয়ে গেলেন এমন একজনকে, যাঁর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এক সময় প্রচুর জলঘোলা হতো। তিনি, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সোমবার ভোরে যিনি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন কলকাতায়। বিকেলেই হাজির হয়ে গেলেন সিএবি-র অনুষ্ঠানে। এদিন বোর্ডের (BCCI) অনূর্ধ্ব ১৫ মহিলাদের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলা দলকে সংবর্ধনা দেওয়া হল। সেই সঙ্গে বাংলার সিনিয়র মহিলা দল ও অনূর্ধ্ব ১৯ পুরুষ দল, যারা বোর্ডের টুর্নামেন্টে ফাইনালে উঠেও অল্পের জন্য ট্রফি হাতছাড়া করেছে, তাদেরও সংবর্ধনা দেওয়া হল। তারই মঞ্চ থেকে সৌরভ ব্যাট ধরলেন কোহলির হয়ে।
সৌরভ বললেন, 'বিরাট কোহলির মতো ক্রিকেটার এক প্রজন্মে একজনই হয়। ৮০টি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে ওর, যা অবিশ্বাস্য কীর্তি। আমার মতে ও বিশ্বের সর্বকালের সেরা সাদা বলের ক্রিকেটার। অস্ট্রেলিয়া সফরে পারথে সেঞ্চুরি করার পরেও ও যেভাবে ব্যাট হাতে হোঁচট খেল তাতে আমি বেশ অবাক হয়েছি। ভেবেছিলাম পারথে সেঞ্চুরির পর সিরিজটা ওর কাছে স্মরণীয় হয়ে থাকবে। তবে এটা হয়। সব ক্রিকেটারেরই শক্তি-দুর্বলতা রয়েছে। বিশ্বে এমন কোনও ক্রিকেটার নেই যাকে এটার মুখোমুখি হতে হয় না। বড় বোলারদের বিরুদ্ধে কীভাবে নিজের দুর্বলতাগুলো সামলে উঠে খেলতে পারো, সেটাই আসল।'
যাঁরা আলোচনা করছেন বিরাটের আর কতদিন খেলা চালিয়ে যাওয়া উচিত তা নিয়ে, তাঁদের একহাত নিয়েছেন সৌরভ। সাফ জানিয়ে দিয়েছেন, কোহলির মধ্যে এখনও ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের কোহলিকে চেনা ছন্দে দেখা যাবে, আশাবাদী মহারাজ । সৌরভের কথায়, 'আমি মনে করি বিরাট কোহলির মধ্যে এখনও অনেক ক্রিকেট বেঁচে রয়েছে। ইংল্যান্ড সিরিজ ওর কাছে বিরাট চ্যালেঞ্জ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওর পারফরম্যান্স নিয়ে আমি আশাবাদী। ঠিক যেমন বললাম, সাদা বলের ক্রিকেটে ওর মতো তারকা বিশ্ব দীর্ঘদিন দেখেনি। চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের মতো পরিবেশেই খেলা হবে আর সেখানে ও রান করবে।'
আরও পড়ুন: একে অপরকে বিশ্বাস করতে হবে, ড্রেসিংরুমে অশান্তির আবহে বড় বার্তা ভারতীয় অলরাউন্ডারের!