দুবাই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2025) পৌঁছনোর জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। তবে অবশেষে প্রথম দল হিসাবে খেতাবি লড়াইয়ে নিজেদের জায়গা পাকা করে নিল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানকে প্রথম টেস্টে (SA vs PAK 1st Test) দুই উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছল প্রোটিয়া দলl ভারতীয় দলের ফাইনালে পৌঁছনো ঘিরে সংশয় আরও বাড়ল।


প্রথম টেস্টে প্রোটিয়া দল পাকিস্তানকে দুই উইকেটে পরাজিত করল। তবে এক সময় মহম্মদ আব্বাস (Mohammad Abbas) অনবদ্য বোলিংয়ে পাকিস্তান কিন্তু জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক হয়ে উঠলেন কাগিসো রাবাডা (Kagiso Rabada)। জয়ের জন্য ১৪৮ রান তাড়া করতে নেমে একসময় ৯৯ রানে আট উইকেট হারিয়ে ফেলেছিল প্রোটিয়া দল। সেই সময়ই ব্যাট হাতে ২৬ বলে বিধ্বংসী ৩১ রানের ইনিংস খেলে রাবাডা দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ তো জেতালেনই, পাশাপাশি পরের বছর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও তাঁদের জায়গা পাকা করে দিলেন। 


 











 


এই জয়ের সুবাদে দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে নিজেদের দখল আরও মজবুত করল। ১১ ম্য়াচের মধ্যে সাতটি জিতে ৬৬.৭৭ শতাংশ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। এই প্রথমবার তাঁর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছল। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে কোনও একটি দল লর্ডসে খেতাবি লড়াইয়ে তাঁদের প্রতিপক্ষ হবে। আইসিসি ট্রফি দক্ষিণ আফ্রিকা মানেই বারংবার হতাশা আর সেঁটে যাওয়া 'চোকার্স' তকমা। মাত্র মাসকয়েক আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও ভারতের বিরুদ্ধে জয়ের ভাল জায়গা থেকে পরাজিত হতে হয়েছিল তাঁদের।


এতদিনে প্রোটিয়াদের আইসিসি ট্রফি বলতে কেবল এডেন মার্করামের নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বজয়। একের পর এক বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হয়েছে রামধনুর দেশের। এবার অবশেষে সাদা নয়, লাল বলের টুর্নামেন্টে সেই হতাশা পিছনে ফেলে তেম্বা বাভুমারা খেতাব জিততে পারেন কি না, সেটাই দেখার।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।







আরও পড়ুন: একের পর এক ক্যাচ মিস জয়সওয়ালের, মাঠেই ক্ষোভে ফেঁটে পড়লেন অধিনায়ক রোহিত