T20 World Cup Final LIVE: টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্য়াম্পিয়ন ভারত

South Africa vs India LIVE: ভারত ও দক্ষিণ আফ্রিকা বিশের বিশ্বকাপে কিন্তু শেষ ১০ বছরে একবারও মুখোমুখি হয়নি। শেষ ২০১৪ দুই দল টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নেমেছিল।

ABP Ananda Last Updated: 29 Jun 2024 11:57 PM
IND vs SA Live Update: টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর বিরাটের

টি-টোয়েন্টি ফর্ম্য়াট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্য়াচে ম্য়াচের সেরা হলেন কিং কােহলি।

IND vs SA Live: চ্যাম্পিয়ন ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া।

IND vs SA Live Update: আউট মিলার

দুরন্ত ক্যাচ সূর্যকুমার যাদবের। বাউন্ডারি লাইনে ভারতকে বিশ্বকাপ জেতানোর সেরা মুহূর্ত তৈরি করলেন সূর্য। আউট মিলার।

IND vs SA Live: ১ ওভারে প্রোটিয়াদের প্রয়োজন ১৬

১ ওভারে ১৬ রান দরকার দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে। 

IND vs SA Live Update: ২ ওভারে ২০ দরকার প্রোটিয়াদের

১২ বলে ২০ রান প্রয়োজন দক্ষিণ আফ্রিকার। ভারতের চাই আর ৪ উইকেট। 

IND vs SA Live: আউট ইয়েনসেন

মার্কো ইয়েনসেনকে বোল্ড করলেন যশপ্রীত বুমরা। ১৫৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা। 

IND vs SA Live Update: আউট ক্লাসেন

হার্দিক এসে ফেরালেন ক্লাসেনকে। পন্থের হাতে ক্যাচ দিয়ে প্রোটিয়া তারকা ফিরলেন ২৭ বলে ৫২ রান করে। দক্ষিণ আফ্রিকার স্কোর ১৬.১ ওভারে ১৫১/৫। 

IND vs SA Live: অক্ষর পটেলের এক ওভারে উঠল ২৪ রান

অক্ষর পটেলের এক ওভারে উঠল ২৪ রান। ম্যাচ জিততে আর ৩০ বলে ৩০ রান চাই দক্ষিণ আফ্রিকার।

IND vs SA Live Update: অর্শদীপের বলে ফিরলেন কুইন্টন ডি'কক

৩১ বলে ৩৯ রান করে অর্শদীপের বলে ফিরলেন কুইন্টন ডি'কক। ১৩ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০৯/৪।

IND vs SA Live Score: ম্যাচ জিততে আর ৪৮ বলে ৭৬ রান করতে হবে দক্ষিণ আফ্রিকাকে

বিধ্বংসী মেজাজে হেনরিখ ক্লাসেন। ১২ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০১/৩। ম্যাচ জিততে আর ৪৮ বলে ৭৬ রান করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।

SA vs IND Live: ১০ ওভারে প্রোটিয়াদের স্কোর ৮১/৩

১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮১ রান বোর্ডে তুলে নিল দক্ষিণ আফ্রিকা। ডি কক ৩০ ও ক্লাসেন ৮ রান করে প্যাভিলিয়নে আছেন।

India vs South Africa Live: আউট স্টাবস

দক্ষিণ আফ্রিকার তৃতীয় উইকেটের পতন। ২১ বলে ৩১ রান করে ফিরে গেলেন ত্রিস্টান স্টাবস। 

SA vs IND Live: ৬ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪২/২

পাওয়ার প্লে শেষে ২ উইকেট হারিয়ে ৪২ রান বোর্ডে তুলল দক্ষিণ আফ্রিকা। ২০ রান করে অপরাজিত ডি কক। স্টাবস ক্রিজে আছেন ১২ রান করে। 

India vs South Africa Live: আউট মারক্রাম

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেটের পতন। অর্শদীপ সিংহের বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন এইডেন মারক্রাম। ৪ রান করে আউট হলেন প্রোটিয়া অধিনায়ক। ২.৩ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১২/২।

SA vs IND Live: শিকার বুমরার

অসাধারণ আউটস্যুইংয়ারে রেজা হেন্ড্রিক্সের স্টাম্প ভেঙে দিলেন বুমরা। দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটের পতন। ৪ রান করে ফিরলেন রেজা।

India vs South Africa Live: ২০ ওভারে ভারতের স্কোর ১৭৬/৭

২০ ওভার শেষে ভারতের স্কোর ১৭৬/৭। বিরাট ৭৬, অক্ষর ৪৭, দুবে ২৭ রান করলেন। 

SA vs IND Live: আউট কোহলি

৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে আউট হলেন বিরাট কোহলি। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান কিং কোহলি। ভারতের স্কোর ১৮.৫ ওভারে ১৬৩/৫।

India vs South Africa Live: অর্ধশতরান কোহলির

বিরাট কোহলি অর্ধশতরান পূরণ করলেন। ৪৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। 

SA vs IND Live: মারতেই পারছেন না কোহলি

ঠুকঠুক করেই খেলছেন বিরাট। ৪৫ বলে ৪৮ রান করে অপরাজিত তিনি। সঙ্গে আছেন দুবে ৯ বলে ১৫ রান করে। ভারতের স্কোর ১৬ ওভারে ১২৬/৪।

India vs South Africa Live: আউট অক্ষর

৩১ বলে ৪৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন অক্ষর পটেল। রান আউট হলেন বাঁহাতি অলরাউন্ডার। ভারতের স্কোর ১৩.৩ ওভারে ১০৬/৪।

SA vs IND Live: দুরন্ত ব্যাটিং অক্ষরের

মারমুখি ব্যাটিং অক্ষর পটেলের। বিরাটের সঙ্গে বড় পার্টনারশিপ গড়ে তুলছেন। একশোর গণ্ডি ছোঁয়ার পথে টিম ইন্ডিয়া।

India vs South Africa Live: ১০ ওভারে ভারতের স্কোর ৭৫/৩

১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ৭৫ রান তুলল ভারত। ৩৬ রান করে ক্রিজে আছেন বিরাট। ২৬ রানে অপরাজিত অক্ষর পটেল।

SA vs IND Live: ভারতের স্কোর ৯ ওভারে ৬৮/৩

৯ ওভারে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ৬৮ রান তুলে ফেলল ভারত। বিরাট ২১ ও অক্ষর ২৫ রানে অপরাজিত রয়েছেন।

India vs South Africa Live: পাওয়ার প্লে-তে রাবাডার ৭ উইকেট

পাওয়ার প্লে-তে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ ম্য়াচ খেলে মোট ৭ উইকেট ঝুলিতে পুরেছেন কাগিসো রাবাডা। ৫১টি ডট বল করেছেন প্রোটিয়া পেসার। 

SA vs IND Live: পাওয়ার প্লে-তে ভারতের স্কোর ৪৫/৩

৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪৫ রান বোর্ডে তুলল ভারত। ক্রিজে আছেন বিরাট কোহলি ও অক্ষর পটেল। 

India vs South Africa Live: আউট সূর্যকুমার

আবার উইকেটের পতন। ৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন সূর্যকুমার যাদব। রাবাডার শিকার হলেন তিনি। ফের ক্য়াচ লুফলেন ক্লাসেন। 

SA vs IND Live: ৪ ওভারে ভারতের স্কোর ৩২/২

৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩২ রান বোর্ডে তুলল ভারত। বিরাট ক্রিজে আছেন ২১ রান করে। এরমধ্য়েই চারটি বাউন্ডারি হাঁকিয়েছেন। সূর্য অপরাজিত ২ রান করে। 

India vs South Africa Live: ৩ ওভারে ভারতের স্কোর ২৬/২

৩ ওভারে ২ উইকেট হারিয়ে বোর্ডে ২৬ রান তুলে নিল ভারত। ক্রিজে আছেন বিরাট (১৭) ও সূর্যকুমার (২) রান করে। 

SA vs IND Live: শূন্য রানে আউট পন্থ

ভারতের দ্বিতীয় উইকেটের পতন। খাতা খোলার আগেই কেশব মহারাজের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন উইকেট কিপার ব্যাটার।

India vs South Africa Live: আউট রোহিত

দ্বিতীয় ওভারেই ভারতের প্রথম উইকেটের পতন। কেশব মহারাজের ক্যাচ আউট হয়ে ৫ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফিরলেন রোহিত।

SA vs IND Live: প্রথম ওভারেই বিরাটের বাউন্ডারির হ্যাটট্রিক

ফাইনালের প্রথম বাউন্ডারি এল বিরাটের ব্যাট থেকেই। মার্কো ইয়েনসেনকে প্রথম ওভারেই হাঁকালেন তিনটি বাউন্ডারি। প্রথম ওভার শেষে ভারতের স্কোর ১৫/০।

India vs South Africa Live: ভারতীয়দের মধ্যে সবার আগে রোহিত ও বিরাট

আইসিসি ইভেন্টে নিজেদের অষ্টম ফাইনাল খেলতে নামলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ভারতীয়দের মধ্যে যা রেকর্ড। দুজনেই টেক্কা দিলন যুবরাজ সিংহকে। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ৭টি ফাইনাল খেলেছিলেন।

SA vs IND Live: টস জিতলেন রোহিত, প্রথমে ব্যাটিং ভারতের

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। 

India vs South Africa Live: কোপ পড়বে মহারাজের ওপর?

দুটো স্লিপ রেখে প্র্যাকটিস সারছে প্রোটিয়া শিবির। ক্যাচ প্র্যাকটিস মিলারদের। তাহলে কি এক স্পিনার বসিয়ে, এক পেসার অতিরিক্ত খেলাতে চলেছে দক্ষিণ আফ্রিকা।

SA vs IND Live: পিচ দেখছেন রোহিত

পিচ দেখতে এলেন রোহিত। উইকেটের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে পিচ পর্যবেক্ষণ করছেন ভারত অধিনায়ক। টস জিতলে কি ব্যাটিং নেবেন?

India vs South Africa Live: মাঠে প্রস্তুতি শুরু বুমরা, ডি ককদের

মাঠে প্রস্তুতি শুরু করে দিল ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলই। রানিং করতে দেখা যাচ্ছে অর্শদীপ, বুমরাদের। অন্য়দিকে নকিংয়ে ব্যস্ত কুইন্টন ডি কক, মিলাররা।

SA vs IND Live: মাঠে পৌঁছল ভারতীয় দল

কিংস্টোন ওভালে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যেই বার্বাডোজে ভারতীয় দল পৌঁছে গেল মাঠে। রোদ ঝলমলে স্টেডিয়াম দেখা যাচ্ছে। ক্রিকেটপ্রেমীদের জন্য খুশির খবর।

India vs South Africa Live: আজ বৃষ্টি হলে কী হবে?

বৃষ্টি যদি আজ খেলায় বাধা দেয়, তবে কী হবে? কোন দল চ্যাম্পিয়ন হবে? সেক্ষেত্রে একটা ভাল খবর, আগামীকাল অর্থাৎ রবিবার ম্য়াচের রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।

SA vs IND Live: বৃষ্টি শুরু বার্বাডোজে

বার্বাডোজে বৃষ্টি হচ্ছে পুরোদমে। আদৌ খেলা নির্ধারিত সময় শুরু করা যাবে তো? টসও কি নির্ধারিত সময়ই শুরু হবে? সম্ভাবনা কিন্তু একেবারেই কম। 

India vs South Africa Live: রোহিত কি পারবেন ধোনি হয়ে উঠতে?

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী মরশুমে এই দক্ষিণ আফ্রিকার মাটিতেই ট্রফি জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। এবার রোহিত শর্মার সামনে সুযোগ সেই প্রোটিয়াদের বিরুদ্ধে খেতাব জয়ের।

SA vs IND Live: ১০ বছর আগে শেষ সাক্ষাৎ

ভারত ও দক্ষিণ আফ্রিকা বিশের বিশ্বকাপে কিন্তু শেষ ১০ বছরে একবারও মুখোমুখি হয়নি। শেষ ২০১৪ দুই দল টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নেমেছিল। সেই ম্যাচে ভারতের জয়ের নায়ক ছিলেন বিরাট কোহলি

India vs South Africa Live: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথ। ভারত কি দ্বিতীয়বার কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপ জিততে পারবে? প্রোটিয়াদের সামনে ইতিহাস গড়ার সুযোগ। 

প্রেক্ষাপট

 আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে বিশের বিশ্বজয়ের (T20 World Cup 2024) খেতাবি দ্বৈরথ। এক দশকেরও অধিক সময় পরে ফের একবার আইসিসি ট্রফি জয়ের প্রত্যাশায় মাঠে নামবে টিম ইন্ডিয়া। অপরদিকে, প্রোটিয়া বাহিনীর (RSA vs IND) লক্ষ্য নিজেদের প্রথম বিশ্বকাপ জয়। সপ্তাহান্তে এই মহাদ্বৈরথের দিকে তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব।


বিস্ময়কর মনে হলেও, ভারত ও দক্ষিণ আফ্রিকা বিশের বিশ্বকাপে কিন্তু শেষ ১০ বছরে একবারও মুখোমুখি হয়নি। শেষ ২০১৪ দুই দল টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নেমেছিল। সেই ম্যাচে ভারতের জয়ের নায়ক ছিলেন বিরাট কোহলি। মিরপুরে সেইবারের সেমিফাইনালে ৪৪ বলে ৭২ রানের ইনিংসে টিম ইন্ডিয়া জয় পেয়েছিল। এবার লড়াইটা হবে ফাইনালে। দুই দলই এখনও পর্যন্ত এবারের বিশ্বকাপে অপরাজিত।


জোহানেসবার্গে সেই ২০০৭ সালের পর আর ক্রিকেটের এই ক্ষুদ্রতম সংস্করণে বিশ্বকাপ তুলতে পারেনি টিম ইন্ডিয়া। সেই খরা কি এবার কাটবে ? নাকি দক্ষিণ আফ্রিকার প্রথম বিশ্বকাপ জয়ের মঞ্চ হবে এটা।


আগের ম্য়াচেই রেকর্ড গড়েছেন রোহিত শর্মা।  টি২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক চার মারার রেকর্ড গড়ে ফেলেছিলেন হিটম্য়ান। শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটার মহেলা জয়বর্ধনের রেকর্ড ভেঙে দেন তিনি। টি২০ বিশ্বকাপে এই মুহূর্তে রোহিতের দখলে আছে ৪৩টি ইনিংসে ১১৩টি চার মারার নজির। জয়বর্ধনে ৩১ ইনিংস খেলে মেরেছিলেন ১১১টি চার। এর পাশাপাশি প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে টি২০ বিশ্বকাপের ইতিহাসে ৫০টি ছক্কা হাঁকানোর নজিরও এখন তাঁর ঝুলিতে। সার্বিক পরিসংখ্যান দেখলে, এক্ষেত্রে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ক্রিস গেইলের (৬৩) - এর পরেই। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.