
Taslima Nasrin: তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবিতে রাজ্যসভায় সরব শমীক ভট্টাচার্য
ABP Ananda LIVE : তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবিতে সরব হলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। বাংলাদেশে সংখ্যালঘু-নিপীড়নের বিরুদ্ধে সরব হওয়ায় তসলিমাকে নিজের দেশ থেকে বিতাড়িত করা হয়। কলকাতায় আশ্রয় নেন তিনি। কিন্তু, পরে কলকাতা থেকেও বিতাড়িত করা হয় তাঁকে। 'কলকাতা থেকে তাঁকে বিতাড়িত করতে তৎপর হয়েছিলেন যে কংগ্রেস নেতা, তিনি এখন তৃণমূলে'। রাজ্যসভার জিরো আওয়ারে দাবি বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যর।
মার্চেই কার্যত দাবদাহ পরিস্থিতি, দোলযাত্রার পরেই পাল্লা দিয়ে বাড়ছে গরম
মার্চেই কার্যত দাবদাহ পরিস্থিতি। দোলযাত্রার পরেই পাল্লা দিয়ে বাড়ছে গরম। কিছু কিছু জায়গায় বৃষ্টি হলেও, গরম কমার তেমন কোনও লক্ষণ নেই। আজও একাধিক জায়গায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। কলকাতাতেও আজ থাকবে হট ডে পরিস্থিতি। তবে বিকেল বা সন্ধ্যের দিকে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আজ সারাদিনে কোথায় কেমন থাকবে তাপমাত্রা?