তাড়োবা: তাঁকে বলা হতো ক্যারিবিয়ান ক্রিকেটের রাজপুত্র। সেই তাঁর নামাঙ্কিত মাঠে দাপট দেখালেন আর এক বাঁহাতি। ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে ঝলসে উঠলেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। পরপর চার ছক্কা মেরে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণকে (South Africa vs West Indies) ছারখার করে দিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতল ওয়েস্ট ইন্ডিজ়।


তাড়োবায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে বিধ্বংসী ফর্মে ছিলেন পুরান। ২৬ বলে ৬৫ রান করে ম্যাচের সেরা ক্রিকেটারও হয়েছেন তিনি। দু'টি চারের পাশাপাশি সাতটি বিশাল ছক্কা হাঁকান। তাঁর আগ্রাসী ইনিংসে ছারখার হয়ে যায় প্রোটিয়া পরিকল্পনা। টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটারদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন ওয়েস্ট ইন্ডিজ়ের বাঁহাতি তারকা। 


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচের আগে পুরান টি-২০ ক্রিকেটে ছক্কা মারার নিরিখে বিশ্বে সাত নম্বরে ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইনিংসের পর গ্লেন ম্যাক্সওয়েল, সূর্যকুমার যাদব ও জস বাটলারকে টপকে গেলেন তিনি। এখন পুরানের সামনে শুধু নিউজ়িল্যান্ডের মার্টিন গাপ্টিল ও ভারতের রোহিত শর্মা।


 






রোহিত ছক্কা মারায় সকলের ওপরে রয়েছেন। হিটম্যান ১৫৯টি ম্যাচে মোট ২০৫টি ছক্কা মেরেছেন। দ্বিতীয় স্থানে থাকা কিউয়ি ক্রিকেটার গাপ্টিল ১২২টি ম্যাচে ১৭৩টি ছয় মেরেছেন। পুরান ৯৬টি ম্যাচে ১৩৯টি ছয় মেরেছেন। বাটলার ১২৪টি ম্যাচে ১৩৭টি ছয় মেরে তালিকায় চার নম্বরে। সূর্যকুমার (Suryakumar Yadav) ৭১টি ম্যাচে ১৩৬টি ছয় মেরে রয়েছেন পাঁচে।


 







ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ১৭৫ রানের লক্ষ্য দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতেই লক্ষ্য অর্জন করে নেয় ওয়েস্ট ইন্ডিজ়। নিকোলাস পুরান তাঁর ইনিংস চলাকালীন এক ওভারে চারটি ছক্কা মারেন। ইনিংসের ১২তম ওভারে, প্রোটিয়া পেসার নান্দ্রে বার্গারের শেষ চার বলে পরপর চারটি ছক্কা মারেন পুরান। তিন ম্যাচের সিরিজে আপাতত ১-০ তে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।