ম্যাঞ্চেস্টার: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নজির গড়লেন শ্রীলঙ্কার (ENG vs SL) কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis)। ওল্ড ট্র্যাফোর্ডে টেস্টের চতুর্থ দিন সেঞ্চুরি করলেন তিনি। যোগ দিলেন কপিল দেব, ঋষভ পন্থদের সঙ্গে অভিজাত এক তালিকায়।
শ্রীলঙ্কার জার্সিতে টেস্ট কেরিয়ারের শুরুতেই নজর কাড়ছেন মেন্ডিস। শ্রীলঙ্কার হয়ে চার টেস্টে তিনটি সেঞ্চুরি হয়ে গেল মেন্ডিসের। এই স্মরণীয় ইনিংস খেলে এশিয়ার ব্যাটারদের একটি বিরল তালিকায় ঢুকে পড়লেন তিনি। ইংল্যান্ডের মাটিতে টেস্টে সাত নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করা এশিয়ার সপ্তম ব্যাটার হলেন কামিন্দু মেন্ডিস। যে তালিকায় রয়েছেন কিংবদন্তি কপিল দেব, সন্দীপ পাটিল, অনিল কুম্বলে, অজিত আগরকর, রবীন্দ্র জাডেজা ও পন্থ।
১৬৭ বল খেলে সেঞ্চুরি পূর্ণ করেন কামিন্দু। কঠিন সময়ে তিনি ব্যাট হাতে পাল্টা লড়াই করেন। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের ২৬ তম ওভারে অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা (Dhananjaya de Silva) আউট হওয়ার পর ব্যাট করতে নামেন কামিন্দু। শ্রীলঙ্কার স্কোর তখন ৯৫/৪। বেশ চাপে ছিল দ্বীপরাষ্ট্র। সেখান থেকে অ্যাঞ্জেলো ম্যাথিউজ়ের (Angelo Mathews) সঙ্গে জুটি বাঁধেন কামিন্দু। তাঁদের জন্যই শ্রীলঙ্কার লিড একশো ছাড়ায়। ভাগ্যও সঙ্গ দেয় তাঁদের। ম্যাথু পটসের (Matthew Potts) বলে দুজনেরই ক্যাচ পড়ে। অবশেষে তাঁদের ৭৮ রানের পার্টনারশিপ ভেঙে যায় ক্রিস ওকসের বলে।
ইংল্যান্ডের বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচ রুদ্ধশ্বাস পরিণতির দিকে এগোচ্ছে। ম্যাচে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ২৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলেছিল ৩৫৮ রান। তবে দ্বিতীয় ইনিংসে লড়াই করে শ্রীলঙ্কা। ৩২৬ রানে শেষ হয় তাদের দ্বিতীয় ইনিংস। রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৮৭/৩। ম্যাচের শেষ দিন জয়ের জন্য আরও ১১৮ রান তুলতে হবে ইংল্যান্ডকে। অন্যদিকে বাকি ৭ উইকেট তুলে নিতে পারলে নাটকীয় জয় ছিনিয়ে নিতে পারে শ্রীলঙ্কাও।