বেঙ্গালুরু: গত বছরের মতো এই বছরও দলীপ ট্রফির (Duleep Trophy) ফাইনালে পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চল (West Zone vs South Zone) একে অপরের মুখোমুখি হয়েছিল। গত বারে পশ্চিমাঞ্চল জয় পেয়েছিল। তবে এবার সেই হারের বদলা নিল দক্ষিণাঢঞ্চল। সাই কিশোর ও কৌশিক চারটি করে উইকেট নিয়ে দলকে ৭৫ রানে কাঙ্খিত জয় এনে দেন।


দলীপ ট্রফির ফাইনালের পঞ্চম দিনে ম্যাচ জেতার জন্য পশ্চিমাঞ্চলের আরও ১১৬ রানের প্রয়োজন ছিল, হাতে ছিল পাঁচটি উইকেট। ক্রিজে সেট ব্যাটার প্রিয়ঙ্ক পাঞ্চাল ব্যাটিং করছিলেন। তবে ম্য়াচ জিততে পারল না পশ্চিমাঞ্চল। অধিনায়ক পাঞ্চালের ৯৫ রানের ইনিংস সত্ত্বেও ২৯৮ রান তাড়া করতে নেমে ২২২ রানেই অল আউট হয়ে যায় পশ্চিমাঞ্চল। ম্যাচের শেষ দিন বল হাতে দক্ষিণাঞ্চলের হয়ে জ্বলে উঠেন বাঁ-হাতি স্পিনার সাই কিশোর। ম্যাচের শেষ দিন পশ্চিমাঞ্চলের পাঁচটি উইকেটের মধ্যে তিনটিই সাই কিশোরের দখলে যায়।


 






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বর্ষার মরশুমে বিভিন্ন সংক্রমণ থেকে দূরে থাকার জন্য প্রতিদিনের জীবনে মেনে চলুন সহজ কিছু নিয়ম