কলকাতা: আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটারদের দাপট। ১০ উইকেটে হারাল লখনউ সুপার জায়ান্টসকে (SRH vs LSG)। প্লে অফে ওঠার স্বপ্নভঙ্গ হার্দিক পাণ্ড্যদের। খেলার দুনিয়ার সারাদিন।


হায়দরাবাদের ১০ উইকেটে জয়


ম্যাচের শেষে কে এল রাহুলের (KL Rahul) চোখে মুখে বিস্ময়। লখনউ সুপার জায়ান্টসের (SRH vs LSG) অধিনায়ক বলছিলেন, 'অবিশ্বাস্য ব্যাটিং ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার।'


বিস্ময়ের রেশ মাঠে থাকা ক্রিকেটপ্রেমীদের মধ্যে। টিভিতে বা ল্যাপটপ কিংবা স্মার্টফোনে যাঁরা খেলা দেখেছেন, তাঁরাও যেন চোখ কচলাচ্ছেন। লখনউ সুপার জায়ান্টসের ১৬৫/৪ স্কোর তাড়া করতে নেমে ৪৫ মিনিটে ম্যাচ জিতে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ! ৯.৪ ওভারে। ৬২ বল বাকি থাকতে কোনও উইকেট না হারিয়ে লক্ষ্যপূরণ হায়দরাবাদের। ১০ উইকেটে হারাল লখনউ সুপার জায়ান্টসকে। ৩০ বলে ৮৯ রানে অপরাজিত রইলের ট্র্যাভিস হেড। ২৮ বলে অপরাজিত ৭৫ রান অভিষেক শর্মার। 


এদিন জেতায় ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এল হায়দরাবাদ। বাকি ২ ম্য়াচের একটিতে জিতলেই প্লে অফ কার্যত নিশ্চিত হয়ে যাবে প্যাট কামিন্সদের। হায়দরাবাদ এদিন জেতায় মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফের যে ক্ষীণ সম্ভাবনা হাওয়ায় ভাসছিল, তারও সলিল সমাধি।


রোহিতদের ধাক্কা


শনিবার ইডেন গার্ডেন্সে চলতি মরশুমের শেষ ম্য়াচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (KKR vs MI)। যে ম্যাচে নাইটদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। আর সেই ম্যাচের আগে কেকেআর ও মুম্বই - দুই শিবিরেই অদ্ভুতভাবে জুড়ে রইল একটা দলের নাম। লখনউ সুপার জায়ান্টস।


লখনউয়ে কে এল রাহুলদের (KL Rahul) ঘরের মাঠে ম্যাচ জিতে প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত করে ফেলেছে কেকেআর। নাইটদের সামনে এখন পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকাই একমাত্র লক্ষ্য। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের হাতে ১০ উইকেটে দুরমুশ হয়ে সেই কে এল রাহুলরাই আবার মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে আঁধার নামালেন।


বুধবার কলকাতায় পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যরা। আর সিটি অফ জয়-এ পৌঁছে তাঁরা পেলেন চরম দুঃসংবাদ। সানরাইজার্স হায়দরাবাদ বুধবার জিতে যাওয়ায় প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল মুম্বই। শেষ দুই ম্যাচে জিতলেও হার্দিকরা সর্বোচ্চ ১২ পয়েন্টে শেষ করবেন। কেকেআর ও রাজস্থান রয়্যালস ১৬ পয়েন্ট করে পেয়েই গিয়েছে। ১৪ পয়েন্ট হয়ে গেল প্যাট কামিন্সদের। লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস - এই দুই দল এখনই ১২ পয়েন্টে রয়েছে। ১৪ মে এই দুই দলের ম্যাচ। যার অর্থ, হয় কোনও দল ১৪ পয়েন্টে পৌঁছে যাবে। অথবা কোনও কারণে ম্যাচ ভেস্তে গেলে ১৩ পয়েন্ট করে হবে দুই দলের। মুম্বই ইন্ডিয়ান্স আর কোনওভাবেই ১২ পয়েন্ট নিয়ে প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারবে না, তা নিশ্চিত। পয়মন্ত ইডেনে নামার আগে যা রোহিতের কাছেও মানসিক ধাক্কা হবে বৈকি!


বিতর্কে দিল্লি মালিক


বনিবনা নেই। অথচ আইপিএলের (IPL 2024) যুযুধান দুই দলের অধিনায়ক কিংবা মালিকের মধ্যে সৌজন্যের ছবিই দেখা গিয়েছে বরাবর। কলকাতা নাইট রাইডার্সের (KKR) মালিক শাহরুখ খান (SRK) কদিন আগেই ইডেন গার্ডেন্সে ম্যাচের শেষে জড়িয়ে ধরেছিলেন প্রতিপক্ষ দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। যিনি কেকেআরের প্রাক্তন অধিনায়ক আর বাজিগরের সঙ্গে সৌরভের খুব একটা সুসম্পর্ক বলে শোনা যায় না। সৌরভও শাহরুখের সঙ্গে খোশগল্প জুড়ে দেন।


কিন্তু মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে যা হল, আইপিএলে সেই দৃশ্য বিরল। বেনজির। আর সেই ঘটনার সঙ্গে নাম জড়িয়ে গেল সৌরভেরই দলের মালিকের।


দিল্লি ক্যাপিটালস ঘরের মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালসের (DC vs RR) বিরুদ্ধে। হাড্ডাহাড্ডি সেই ম্যাচে রাজস্থানকে ২০ রানে হারিয়ে দেয় দিল্লি। এই জয়ের ফলে দিল্লির প্লে অফে যাওয়ার স্বপ্ন এখনও জীবিত রইল। সেই সঙ্গে ধাক্কা খেল কেকেআরকে টপকে রাজস্থান রয়্যালসের পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়ার সম্ভাবনাও।


দিল্লি ক্যাপিটালসের মালিক পার্থ জিন্দলের অঙ্গভঙ্গি সোশ্যাল মিডিয়ায় প্রবল আলোড়ন ফেলেছে। স্যামসন যখন আম্পায়ারের সঙ্গে তর্ক করছেন, তখন ভি আই পি বক্সে বসে খেলা দেখছিলেন দিল্লি ক্যাপিটালসের মালিক। পার্থ উত্তেজিত হয়ে পড়েন। দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকেন, আউট। মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন স্যামসনকে।


পাকিস্তান শিবিরে অশান্তি


সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। আগামী ১ জুন থেকে শুরু হতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। বেশিরভাগ টিমই তাঁদের দল ঘোষণা করে ফেলেছে। আবার অনেক দল এখনও তাঁদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে পারেনি। সেই তালিকায় আছে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাক শিবির। এরপরই প্লেয়ারদের পারফরম্য়ান্সের নিরিখে চূড়ান্ত দল ঘোষণা করা হবে। কিন্তু তার আগেই কি অশান্তি লেগে গেল পাকিস্তান ক্রিকেট শিবরে? অনুশীলনের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অধিনায়ক বাবর আজমের সঙ্গে যেন একটু বিরক্তি প্রকাশ করে কথা বলছেন। যদিও তাতে পরিষ্কার না যে আদৌ ঝামেলা হয়েছে কিনা দুজনের মধ্যে। কিন্তু এমন ক্লিপ সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকেই পাক ক্রিকেটের ভাঙনের আশঙ্কা করেছেন। 


১২ রানে অল আউট


ক্রিকেট মাঠে নজির গড়ল জাপান (Japan Cricket Team)। মঙ্গোলিয়াকে ২০৫ রানের বিরাট ব্যবধানে হারাল। তার চেয়েও বড় কথা হচ্ছে, সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জাপানের বিরুদ্ধে মাত্র ১২ রানে অল আউট হয়ে গেল মঙ্গোলিয়া।


সানো আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবারের ম্যাচের ফলাফল ক্রিকেটবিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে। মাত্র ১২ রানে কোনও দল অল আউট হয়ে যাচ্ছে, ক্রিকেট বিশ্বে এরকম নজির বিরল। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটা দ্বিতীয় সর্বনিম্ন রান।