কলকাতা: আজ আফগানিস্তানের বিরুদ্ধে শুরু টি-টোয়েন্টি সিরিজ। মোহালিতে প্রথম ম্যাচে খেলতে নামবে ভারত-আফগানিস্তান। ছিটকে গেলেন রশিদ খান। ক্রমতালিকায় এগোলেন বিরাট। দেখে নিন খেলার জগতের দিনের সেরা খবরের এক ঝলক -
আজ শুরু ভারত-আফগান দ্বৈরথ
আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পর ফের ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। তার থেকেও বড় কথা বিশ্বকাপ ফাইনালের পর সাদা বলের ফর্ম্যাটে দেশের জার্সিতে ফের অধিনায়ক হিসেবে মাঠে ফিরছেন রোহিত শর্মা। তবে প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় দল পাবে না বিরাট কোহলিকে। বুধবার সাংবাদিক বৈঠকে এসে তা জানিয়ে দিলেন ভারতীয় দলের হেডকোচ রাহুল দ্রাবিড়।
ছিটকে গেলেন রশিদ
তাঁর খেলা নিয়ে শুরু থেকেই আশঙ্কা ছিল। সেই আশঙ্কাই এবার সত্যি হল। ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় থেকে ছিটকে গেলেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান । বুধবার, ১০ জানুয়ারি ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনেই রশিদ খানের টি-টোয়েন্টি সিরিজ় থেকে ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেন এই সিরিজ়ের জন্য আফগানিস্তানকে নেতৃত্ব দেওয়ার দায়ভার পাওয়া ইব্রাহিম জাদরান।
ক্রমতালিকায় এগােলেন কোহলি
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে বিরাট কোহলি (Virat Kohli) ভারতের হয়ে সর্বাধিক রান করেছিলেন। চার ইনিংসে তাঁর সংগ্রহ ছিল ১৭২ রান। এর সুবাদে টেস্ট ব্যাটারদের তালিকায় তিনিও এগোলেন। তিন ধাপ এগিয়ে কোহলি ব্যাটারদের তালিকায় ছয়ে উঠে এলেন। অপরদিকে, বাবর আজমের (Babar Azam) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়টা একেবারেই ভাল কাটেনি। ছয় ইনিংসে তিনি মাত্র ১২৬ রান করেছিলেন। তিনি দুই ধাপ পিছিয়ে আটে নেমে গেলেন।
কবে মাঠে ফিরবেন মহম্মদ শামি?
চোট পেয়েছিলেন। বিশ্বকাপের পর থেকে একটিও ম্যাচ খেলেননি। কবে মাঠে ফিরবেন মহম্মদ শামি, তা নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছিল। শামি জানান বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর রিহ্যাব ভালভাবেই এগোচ্ছে। তারকা বোলার বলেন, 'আমার গোড়ালিতে হালকা ব্যথা রয়েছে তবে ঠিক আছে। আমি ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়ছি এবং আশা করছি ইংল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ়েই প্রত্যাবর্তন ঘটাতে পারব।' শামি গত বছর অস্ট্রেলিয়া সিরিজ়ে শেষবার লাল বলের ক্রিকেটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁকে ক্যারিবিয়ান সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল আর প্রোটিয়া সফরে চোট তাঁর বাধা হয়ে দাঁড়ায়। বহুদিন পরে তাঁকে আবার লাল বলে ক্রিকেটে খেলতে দেখা যাবে।
সন্দীপ লামিছানের জেল
শুনানি পিছিয়ে যাওয়ায় গত বছর এশিয়া কাপে মাঠে নামতে পেরেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর পার পেলেন না। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। এবার সেই অভিযোগের ভিত্তিতে নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিছানেকে ৮ বছরের জেলের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করা হল। গত ২৯ ডিসেম্বর কাঠমান্ডু জেলা আদালতে ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত করেছিল। এরপরই মনে করা হয়েছিল যে বড়সড়ভাবে ফাঁসতে চলেছেন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলা এই লেগস্পিনার। শেষ পর্যন্ত সম্ভাবনাই সত্যি হল। আর্থিক জরিমানাও করা হয়েছে সন্দীপকে।