কলকাতা: বুধবার নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। রঞ্জিতে বাংলার জার্সিতে শতরান হাঁকালেন অনুষ্টুপ মজুমদার। আজকের সেরা খেলার খবরগুলো এক ঝলকে -


শ্রেয়স ছিটকে গেলেন


বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের (IND vs NZ ODI) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। সেই সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা ভারতীয় (Team India) শিবিরে। পিঠের চোটের কারণে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে শ্রেয়সের চোট পর্যবেক্ষণ করা হবে বলে জানানো হয় বোর্ডের তরফে। তারকা ভারতীয় ব্যাটারের বদলে জাতীয় দলে ডাক পেলেন রজত পাতিদার। 


ভারতীয় বোর্ডের তরফে সদ্যই এক বিবৃতিতে বলা হয়, 'টিম ইন্ডিয়ার ব্যাটার শ্রেয়স আইয়ার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। ওঁ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবে এবং সেখানেই ওঁর চোটের গভীরতা পর্যবেক্ষণ করা হবে। সর্বভারতীয় নির্বাচক কমিটি রজত পাতিদারকে শ্রেয়স আইয়ারের পরিবর্তে দলে সুযোগ দিয়েছে।' হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে খেলতে নামবে ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজের পরের দুই ম্যাচ রায়পুর ও ইন্দোরে আয়োজিত হবে।


শতরান হাঁকালেন সরফরাজ


দিল্লির বিরুদ্ধে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন সরফরাজ। তিনি ব্যাটে নামার প্রায় সঙ্গে সঙ্গেই সাজঘরে ফেরেন অজিঙ্ক রাহানে। ৬৬ রানেই চার উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে যায় মুম্বই। তবে দলের ত্রাতা হয়ে উঠেন সরফরাজ। এক চোখধাঁধানো ইনিংসে দলকে চাপের মুখ থেকে রক্ষা করেন সরফরাজ। তিনি ১৫৫ বলে ১২৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। সরফরাজের ইনিংস সাজানো ছিল ১৬টি চার ও চারটি ছক্কায়। এই নিয়ে বিগত ১০ রঞ্জি ইনিংসে চতুর্থ শতরান হাঁকালেন সরফরাজ। 


সেঞ্চুরি অনুষ্টুপের


রঞ্জিতে বাংলা মুখোমুখি হয়েছে হরিয়ানার। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হরিয়ানার অধিনায়ক। ব্যাট হাতে নেমে বাংলার ওপেনার করণ লাল মাত্র ২০ রান করেই প্য়াভিলিয়নে ফিরে যান। কিন্তু অভিমন্যু ঈশ্বরণ ৫৭ রানের ইনিংস খেলেন। অন্যদিকে অভিষেক পোড়েল ৪৯ রান করেন। তবে এদিন বাংলার ব্যাটিংয়ের মূল স্তম্ভ ছিলেন অনুষ্টুপ মজুমদার। ময়দানের রুকুর ব্যাট থেকে এল ঘরোয়া ক্রিকেটে আরও একটি শতরান। প্রথম দিনের শেষে ১৩৭ রানের অপরাজিত রয়েছেন তিনি। নিজের ইনিংসে এখনও পর্যন্ত ১৪টি বাউন্ডারি হাঁকিয়েছেন অনুষ্টুপ। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন প্রদীপ্ত প্রামানিক। তিনি ২৩ রান করে অপরাজিত রয়েছেন।