কলকাতা: কেপ টাউনে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ফাস্ট বোলারদের দৌরাত্ম্য। মোহনবাগান সুপার জায়ান্টের কোচ বদল। এক নজরে খেলার সব খবর।


এগিয়ে ভারত


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের (IND vs SA 2nd Test) প্রথম দিনের খেলা শেষে ভারতীয় দল ৩৬ রানে ম্যাচে এগিয়ে। দিনশেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর তিন উইকেটের বিনিময়ে ৬২ রান। মুকেশ কুমার ভারতের হয়ে দুই উইকেট নিয়েছেন। গোটা দিনে মোট ২৩টি উইকেট পড়ল, যা টেস্ট ইতিহাসে একদিনে যুগ্মভাবে সর্বকালের পঞ্চম সর্বোচ্চ। প্রোটিয়াদের প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানে অল আউট করে দেওয়ার পর ভারত প্রথম ইনিংসে ১৫৩ রান করেন। অভূতপূর্বভাবে শূন্য রানে নিজেদের শেষ ছয় উইকেট হারায় ভারত।


দীপার প্রত্যাবর্তন


দীর্ঘ ৮ বছরের অপেক্ষা। অবশেষে ফের জাতীয় স্তরে (National Level) কোনও প্রতিযোগিতায় নামতে চলেছেন দীপা কর্মকার (Deepa Karmakar)। রিও অলিম্পিক্সে অংশ নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন প্রদুনোভা ভল্টে (Produnova Vault) নিজের পারফরম্যান্সের মাধ্যমে। সোনাজয়ী আমেরিকার অন্যতম সেরা জিমন্যাস্ট সিমোনা বাইলসের সঙ্গে কড়া টক্কর দিয়েছিলেন তিনি। ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত তিনদিনব্যাপী সিনিয়র জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার প্রতিনিধিত্ব করবেন অর্জুন ও পদ্মশ্রী সম্মান প্রাপ্ত এই তারকা জিমনাস্ট। 


কামিন্সের দাপট


সিরিজ আগেই ঝুলিতে পুরে নিয়েছিল অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। সিডনি টেস্ট জিতলে সিরিজে পাকিস্তানকে (Pakistan Cricket Team) হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে। তার মধ্যে ডেভিড ওয়ার্নারের কেরিয়ারের শেষ টেস্ট। ম্য়াচ জিতে তারকা অজি ওপেনারকে দুর্দান্ত একটা ফেয়ারওয়েল দেওয়ার সুযোগ রয়েছে। এই পরিস্থিতিতে তৃতীয় টেস্টের প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। শুরুতে একশোর রান বোর্ডে তোলার আগেই পাঁচ উইকেট হারালেও মহম্মদ রিজওয়ান ও লোয়ার অর্ডারে আমের জামালের দুরন্ত অর্ধশতরান ও আগা সলমনের লড়াই তিনশোর গণ্ডি পার করে দেন। অজি বোলিং ব্রিগেডের মধ্যে সর্বােচ্চ পাঁচ উইকেট নেন প্যাট কামিন্স। ২ উইকেট নেন মিচেল স্টার্ক। ১টি করে উইকেট নেন মার্শ ও লিয়ঁ। প্রথম ইনিংসে পাকিস্তান ৩১৩ রান তোলে। জবাবে দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ছয় রান।


চাকরি ছাড়লেন ফেরান্দো


মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান কোচ বদল হল। সরে দাঁড়ালেন হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। তাঁর জায়গায় সবুজ মেরুনের দায়িত্ব নিচ্ছেন আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। আসন্ন সুপার কাপ থেকেই প্রধান কোচের দায়িত্ব সামলাবেন তিনি। আইএসএল (২০২২-২৩ মরশুম) ও এবারের ডুরান্ড কাপ জয়ের জন্য হুয়ান ফেরান্দোকে ধন্যবাদও জানানো হয়েছে মোহনবাগান কর্তৃপক্ষের তরফে।


মোহনবাগান লিগ মরশুমের শুরুটা দুরন্ত ছন্দে অপরাজিতভাবেই করেছিল। কিন্তু বছর শেষে ছন্দপতন। লিগে নাগাড়ে তিন ম্যাচসহ মোট পাঁচ ম্যাচ হারতে হয় সবুজ মেরুন শিবিরকে। বর্তমানে মোহনবাগানের দখলে ১৯ পয়েন্ট রয়েছে। এএফসি কাপেও মোহনবাগানের সফর শেষ হয়ে গিয়েছে। পরপর ম্যাচ হারায় ফেরান্দোর ওপর চাপ তৈরি হচ্ছিল। সেই চাপেরই কি মাশুল দিতে হল ফেরান্দোকে? অনেকেরই ধারণা এই কারণেই ছাঁটাই হওয়ার আগেই কার্যত বাধ্য হয়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন ফেরান্দো।


ছত্তীশগঢ়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌরভের সাক্ষাৎ


ছত্তীসগঢ় রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের (Vishnudeo Sai) তরফে আগেই আমন্ত্রণ করা হয়েছিল তাঁকে। এবার সেই আমন্ত্রণ রক্ষার্থে বুধবার, ৩ জানুয়ারি তাঁর সঙ্গে দেখা করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।


সেই সাক্ষাতে সৌরভ বাংলার পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে নিজের স্বাক্ষর করা এক ব্যাট তুলে দেন। বিষ্ণুদেও সাইও কিন্তু 'মহারাজ'কে উপহার দিতে ভোলেননি। সৌরভকে ছত্তীসগঢ়ের বিখ্যাত গামছার পাশাপাশি রাজ্যের জাতীয় পশু, বন্য মহিষের ধাতু দিয়ে তৈরি এক মূর্তি উপহারস্বরূপ দেন। সৌরভ এই সাক্ষাৎকারেই বিষ্ণুদেও সাইকে প্রধানমন্ত্রীর বাঘের সঙ্গে বিখ্যাত ছবির বিষয়ে জিজ্ঞেস করেন। প্রধানমন্ত্রীর সেই ছবিটি এই রাজ্যেই তোলা নাকি, সেই বিষয়ে প্রশ্ন করেন তিনি। 


বেশ খানিকক্ষণ দুইজনের মধ্যে কথোপকথন চলে। এই কথোপকথনের সময়েই রায়পুরের জঙ্গল সাফারি থেকে সুগন্ধি চাল দুইজনের মধ্যে না না বিষয়ে আলোচনা হয়। 


ক্যারাটেতে বাংলার মেয়ের সোনা জয়


১৩ তম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা জিতে জেলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করলেন মুর্শিদাবাদের জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়া অর্থাৎ সীমান্তের মেয়ে ফাহমিদা নাসরিন। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক স্টেডিয়াম ময়দানে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কাতা বিভাগে শ্রীলঙ্কা এবং কুমি বিভাগে ভুটানকে হারিয়ে সোনার জোড়া পদক জিতেন ভারতীয় ছাত্রী ফাহমিদা। গত ৩০ এবং ৩১ শে ডিসেম্বর ২০২৩ সালে এই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক স্টেডিয়াম মাঠে। আর সেখানেই অংশগ্রহণ করেন ফাহমিদা নাসরিন। ফাহমিদার এই চলার পথে তাঁর পাশে সবসময় ছিলেন তাঁর মা সেলিনা পারভিন। তিনিই ফাহমিদার প্রাথমিক কোচ। একটা সময়ে ক্যারাটে প্রশিক্ষণের শুরুর দিকে পাড়া প্রতিবেশীর মুখে নানারকম কথা শুনতে হয়েছিল ফাহমিদাকে। তবে মেয়ে পদক জিতে ফেরায় খুব খুশি সবাই। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: অশ্বিনের বদলি জাডেজা, শার্দুলের বদলে কেপটাউন টেস্টে একাদশে বাংলার মুকেশ