কলকাতা: রাঁচি টেস্টে তৃতীয় দিনের শেষে জয়ের হাতছানি ভারতের সামনে। ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচি টেস্টে অর্ধশতরান হাঁকিয়ে দুরন্ত সেলিব্রেশন ধ্রুব জুড়েলের। কুম্বলেকে টেক্কা দিয়ে রেকর্ড অশ্বিনের। জয় আর্সেনাল ও ম্য়ান সিটির। দেখে নিন দিনের সেরা খেলার খবরের এক ঝলক-


বাবাকে স্যালুট ধ্রুবর




ধ্রুব জুড়েল। ভারতীয় ক্রিকেটের সঙ্গে এই নামটি রবিবারের পর থেকে ভীষণভাবে জড়িয়ে গিয়েছে। রাঁচিতে দুরন্ত ৯০ রানের ইনিংস খেলেছেন তরুণ উইকেট কিপার ব্যাটার। ১৪৯ বলে ৯০ রানের দুরন্ত ইনিংস খেললেন ধ্রুব। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। অর্ধশতরান পূরণ করার পর স্যালুট সেলিব্রেশন নিয়ে বিস্তর চর্চা হচ্ছে। জানা গিয়েছে নিজের কার্গিল যোদ্ধা বাবাকে এই অর্ধশতরান উৎসর্গ করেছেন তরুণ এই ব্যাটার। ধ্রুবর বাবা নেম সিংহ কার্গিল যুদ্ধে লড়াই করেছেন।


 

সিরিজ জয়ের হাতছানি ভারতের

প্রথম ইনিংসে রান পাননি। দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে তিনি অপরাজিত ২৪ রানে। এখনই নিজের ইনিংসে চারটি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। কিন্তু এরমধ্যেই নতুন মাইলফলক স্পর্শ করে ফেললেন রোহিত শর্মা (Rohit Sharma)। নিজের টেস্ট কেরিয়ারে ৪ হাজার রান পূরণ করে ফেললেন ভারত অধিনায়ক। ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে রাঁচি টেস্টে জিততে দ্বিতীয় ইনিংসে ১৯২ রান তাড়া করতে নেমেছে ভারত। তৃতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৪০ রান তুলে নিয়েছে ভারত। এই রান করার পথেই রোহিত ৪টি বাউন্ডারি হাঁকান। 

 

কুম্বলেকে টেক্কা অশ্বিনের


ঘরের মাঠে দ্রুততম বোলার হিসাবে ৩৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। এক্ষেত্রে অবশ্য তিনি একা নন, শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলিধরনের সঙ্গে  যুগ্মভাবে এই কৃতিত্বের মালিক অশ্বিন। অনিল কুম্বলের থেকে চার ম্যাচ আগে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এটি অশ্বিনের ৩৫তম টেস্ট ফাইফার, যা ভারতীয় হিসাবে অনিল কুম্বলের সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক। তবে কুম্বলের ১৩২ টেস্টের থেকে থেকে অবশ্য অনেক কম, ৯৯টি টেস্টে অশ্বিন ৩৫ বার ৫ উইকেট নিলেন।



 

টানা দ্বিতীয় জয় মুম্বইয়ের

প্রথম ম্য়াচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এবার গুজরাত জায়ান্টসের বিরুদ্ধেও জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL 2024) টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল হরমনপ্রীত ব্রিগেড। নিজে ছক্কা হাঁকিয়ে মুম্বইকে ম্য়াচ জেতালেন মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্য়াচে অর্ধশতরান করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। এদিন অবশ্য কোনও ভুল করেননি হরমনপ্রীত। গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স।





 








জয় আর্সেনাল ও ম্য়ান সিটির



পিছিয়ে পড়েও লুটনকে হারিয়েছিল লিগ লিডার লিভারপুল। প্রিমিয়ার লিগের খেতাবি লড়াইয়ে রেডসদের দুই প্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার সিটি ও নালও সপ্তাহান্তে নিজেদের ম্যাচ জিতে লিভারপুলের ওপর চাপ বজায় রাখল। বোর্নমাউথের বিরুদ্ধে ১-০ জয় পেল ম্যান সিটি। অপরদিকে, নিউক্যাসলকে ৪-১ গোলে উড়িয়ে দিল গানার্সরা। ২৬ ম্যাচের পর লিভারপুলের থেকে এক কম ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান সিটি। তাদের থেকে এক কম ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয়তে আর্সেনাল।