বেঙ্গালুরু: প্রথম ম্য়াচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এবার গুজরাত জায়ান্টসের বিরুদ্ধেও জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL 2024) টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল হরমনপ্রীত ব্রিগেড। নিজে ছক্কা হাঁকিয়ে মুম্বইকে ম্য়াচ জেতালেন মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্য়াচে অর্ধশতরান করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। এদিন অবশ্য কোনও ভুল করেননি হরমনপ্রীত। গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
এদিনের ম্য়াচে প্রথমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান বোর্ডে তুলে নেয় মুম্বই শিবির। ক্য়াপ্টেন বেথ মুনি ২৪ রানের ইনিংস খেলেন। কিন্তু কোনও ব্যাটারই বড় রান পাননি। ২৫ রান করেন ব্রাইস। তনুজা কনওয়াল ২৮ রানের ইনিংস খেলেন। ভেদা কৃষ্ণমূর্তি খাতা খােলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান। হরলীন দেওল ৮ রান করে আউট হন। মুম্বইয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার এমিলিয়া কের। তিনি মোট ৪ ওভারে ১৭ রান খরচ করে ৪ উইকেট নেন।
রান তাড়া করতে নেমে ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ৫টি বাউন্ডারির সাহায্য়ে ৪১ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেন মুম্বই। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ৩১ রানের ইনিংস খেলেন এমিলিয়া কের। ন্য়াট স্ক্রিভার ব্রান্ট ২২ রানের ইনিংস খেলেন।
উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্স রান তাড়া করতে নেমে হারিয়ে দিয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। অন্যদিকে গতকাল ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ২ রানে জয় ছিনিয়ে নেয় রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রবিবার টুর্নামেন্টের তৃতীয় ম্য়াচে নিজেদের অভিযান শুরু করেছিল গুজরাত জায়ান্টস। খেতাব জয়ের অন্যতম দাবিদার মুম্বই ইন্ডিয়ান্স। হরমনপ্রীতের নেতৃত্বে পরপর দুবার জয় ছিনিয়ে নেয় মুম্বই। সোমবার উইমেন্স প্রিমিয়ার লিগের ম্য়াচে মুখোমুখি হবে নিজেদের প্রথম ম্য়াচে হারা দুটো দল। অর্থাৎ দিল্লি ক্যাপিটালস ও ইউপি ওয়ারিয়র্স একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে।