কলম্বো: এশিয়া কাপের (Asia Cup 2023) গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশকে দুরমুশ করেছিল শ্রীলঙ্কা (Sri Lanka vs Bangladesh)। আজ ফের একবার তারা একে অপরের মুখোমুখি হবে। একদিকে বাংলাদেশের সামনে সুপার ফোরের এই ম্যাচে গ্রুপ পর্বের সেই হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে, তো অপরদিকে শ্রীলঙ্কার সামনে ইতিহাসের দিকে আরও একধাপ এগোনোর হাতছানি। ক্রিকেটপ্রেমীরা কিন্তু এক হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার আশা করতেই পারেন।
বাংলাদেশ দলের ব্যাটিং এখনও পর্যন্ত ক্লিক করেনি। দলের ব্যাটিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অধিনায়ক শাকিব আল হাসান নিজেও। ব্যাটিং বিপর্যয়েই শ্রীলঙ্কা তথা গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল বাংলা টাইগারদের। আফগানদের বিরুদ্ধে শতরান হাঁকালেও, গত ম্যাচে প্রথম বলেই সাজঘরে ফিরতে হয়েছিল মেহেদি হাসান মিরাজকে। তাঁকে হয়তো এই ম্যাচে আর ওপেন নয়, বরং ফের একবার নীচের দিকেই ব্যাটিং করতে দেখা যেতে পারে। তাঁর পরিবর্তে লিটন দাসকে ওপেন করতে দেখা যেতে পারে। গত ম্যাচে বেশি রান করতে না পারলেও, তিনি যতক্ষণ ক্রিজে টিকে ছিলেন, তাঁকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছিল।
অপরদিকে, শ্রীলঙ্কার ব্যাটিংই কিন্তু তাদের শক্তিশালী পক্ষ। দলের দুই ওপেনার দিমুথ করুণারত্নে ও পাথুম নিসঙ্কা ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করেছেন। জুন মাস থেকে তাঁরা দুইজনে মিলে মোট ৮১২ রান করেছেন। করুণারত্নে তো ৫০-র অধিক গড়ে রান করছেন। শ্রীলঙ্কায় খেলা হলেও বল হাতে কিন্তু ফাস্ট বোলাররাই দ্বীপরাষ্ট্রকে অধিক সাফল্য এনে দিয়েছেন। তাই তাদের উপরই দলকে জয় এনে দেওয়ার জন্য নির্ভর করবেন দাসুন শানাকারা। দলের চিন্তার বিষয় বলতে অধিনায়ক শানাকার ফর্ম। তবে কুশল মেন্ডিস, চরিথ আসালঙ্কারা সবাই ফর্মে। তাই খুব বেশি সমস্যা কিন্তু এখনও পর্যন্ত হয়নি।
ধারাবাহিকভাবে ওয়ান ডেতে সাফল্য পেয়েছে শ্রীলঙ্কা। আজকের ম্যাচ জিততে পারলেই, ১৩ ম্যাচ জিতে শ্রীলঙ্কা নাগাড়ে সর্বাধিক ওয়ান ডে ম্যাচ জেতার তালিকায় দ্বিতীয় স্থানে (প্রথম স্থানে অস্ট্রেলিয়া, ২১ জয়) উঠে আসবে। তাই লঙ্কানদের সামনে ইতিহাসের দিকে আরও এক ধাপ বাড়ানোর ভাল সুযোগ রয়েছে।
পিচ ও পরিবেশ
এটাই কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচ। সাধারণত প্রেমদাসার পিচ মন্থর গতি ও নীচু প্রকৃতির হয়ে থাকে। তবে দিন রাতের ম্যাচে শেষ পাঁচ বছরে এখানে প্রথমে ব্যাট করা দল গড়ে ২৬৭ রান তুলেছে, যা মন্দ নয়। ম্যাচে ৬৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই টস জিতে কিন্তু অধিনায়কেরা প্রথমে বোলিং করার সিদ্ধান্তই নিতে পারেন।
কাদের ম্যাচ?
এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও বাংলাদেশ
কোথায় খেলা?
ম্যাচটি হবে শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে
কখন শুরু ম্যাচ?
ম্যাচ শুরু ভারতীয় সময় দুপুর ৩টে
কোথায় দেখা যাবে?
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে
মোবাইল স্ট্রিমিং
যাঁরা টিভির সামনে বসার সুযোগ পাবেন না, তাঁরাও ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন। স্মার্টফোনে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে দেখানো হবে ম্যাচ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: অমিতাভর পর সচিনের হাতে বিশ্বকাপের গোল্ডেন টিকিট তুলে দিল বোর্ড