IND vs SL Live Score: ২৩০ রানে অল আউট ভারত, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ টাই
Sri Lanka vs India 1st ODI Live: ভারত-শ্রীলঙ্কার ওয়ান ডে সিরিজ়়ের মাধ্যমেই শুরু হল রোহিত-গম্ভীর জমানা। আর প্রথম ম্যাচে জেতার পরিস্থিতি তৈরি করেও শ্রীলঙ্কার সঙ্গে টাই করল ভারত।
ব্যর্থ শিবম দুবের লড়াই। ২৪ রান করে তিনি ফিরতেই ধস নামল ভারতীয় ইনিংসে। ২৩০ রানেই অল আউট হয়ে গেল ভারত। ম্যাচ টাই হল।
৩৩ রান করে ফিরলেন অক্ষর। ৪২ ওভারের শেষে ভারতের স্কোর ২০৪/৭। ম্যাচ জিততে আর ৪৮ বলে ২৭ রান চাই ভারতের।
৩১ রান করে ফিরলেন কে এল রাহুল। ৪০ ওভারের শেষে ভারতের স্কোর ১৯৬/৬। ক্রিজে অক্ষর পটেল ও শিবম দুবে।
৩৮ ওভারের শেষে ভারতের স্কোর ১৮৩/৫। অক্ষর ও রাহুল - দুজনই ২৬ রান করে ক্রিজে।
২৩ রান করে আউট হলেন শ্রেয়স আইয়ার। ৩১ ওভারের শেষে ভারতের স্কোর ১৫২/৫।
২৪ রান করে ফিরলেন কোহলি। ২৪ ওভারের শেষে ভারতের স্কোর ১৩১/৪।
ব্যাটের পর বল হাতেও কামাল ওয়েল্লালাগের। পরপর তুলে নিলেন শুভমন গিল (১৬) ও রোহিত শর্মাকে (৫৮)। ৪ বলে ৫ রান করে ফিরলেন ওয়াশিংটন সুন্দর। ক্রিজে কোহলির সঙ্গে শ্রেয়স। ১৬ ওভারের শেষে ভারতের স্কোর ৮৭/৩।
হাফসেঞ্চুরি রোহিতের। ১২ ওভারের শেষে ভারতের স্কোর ৭৫/০।
২১ বলে ৩৭ রানে ক্রিজে রোহিত শর্মা। সঙ্গে শুভমন গিল ৯ বলে ১০ রানে ক্রিজে। ৫ ওভারের শেষে ভারতের স্কোর ৪৮/০।
১৭ রান করে ফিরলেন আকিলা ধনঞ্জয়। ৫০ ওভারের শেষে শ্রীলঙ্কা তুলল ২৩০/৮।
২৪ রান করে ফিরলেন হাসারাঙ্গা। ৪৮ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২০৯/৭।
ওয়েল্লালাগে ও হাসারাঙ্গা ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। ৪২ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১৭৩/৬।
অক্ষর পটেলের বলে ২০ রান করে ফিরলেন লিয়ানাগে। ৩৫ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১৪৩/৬।
৫৬ রান করে সুন্দরের বলে ফিরলেন নিশাঙ্কা। ক্রিজে ওয়েল্লালাগে ও লিয়ানাগে। ২৯ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১১০/৫।
২১ বলে ১৪ রান করে কুলদীপ যাদবের বলে স্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন আসালাঙ্কা। ২৪ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৯১/৪।
মাত্র ৮ রান করে অক্ষর পটেলের বলে ফিরলেন সমরবিক্রমা। ১৯ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৬২/৩।
জল পানের বিরতিতে ১৬ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৫6/২। ভাল ছন্দে দেখাচ্ছে পাথুম নিসাঙ্কাকে। তিনি ৩০ রানে ব্যাট করছেন। সাদিরা সামারাবিক্রমার সংগ্রহ ছয় রান।
তাঁকে স্বাভাবিক ছন্দে না দেখালেও, বেশ অনেকক্ষণ লড়াই করছিলেন কুশল মেন্ডিস। তবে তাঁর ইনিংস থামালেন শিবম দুবে। ৪৬ রানে দ্বিতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা।
মারণরোগ ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে পরাজিত হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়। তাঁর স্মরণেই আজ লঙ্কান দলের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে ভারতীয় দল।
ভারতকে ম্যাচের প্রথম সাফল্য এনে দিলেন মহম্মদ সিরাজ়। আভিষ্কা ফার্নান্দোকে এক রানে সাজঘরে ফেরালেন তিনি। ৩ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৭/১।
তাঁর হাতে আর নেতৃত্বের দায়ভার নেই। কিন্তু সেই বিরাট কোহলিকেই ম্যাচ শুরুর আগে ভারতীয় দলের টিম হাডেলে দলকে তাঁতানোর জন্য বক্তব্য রাখতে দেখা গেল।
ওয়ান ডে সিরিজ় শুরুর আগেই জোড়া ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। তারকা ফাস্টবোলার দিলশান মধুশঙ্কা ও মাথিশা পাথিরানা চোট পেয়ে গোটা সিরিজ় থেকেই ছিটকে গিয়েছেন।
ভারতীয় একাদশে স্থান পেলেন না ঋষভ পন্থ। কেএল রাহুলকেই কিপার-ব্যাটার হিসাবে সুযোগ দেওয়া হল। পাঁচ বছর পর ওয়ান ডে খেলতে নামবেন শিবম দুবেও।
ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কান অধিনায়ক চরিথ আসালঙ্কা।
সিরিজ় শুরুর আগে রোহিতের মুখে নতুন জমানার আগমনীবার্তা। রোহিত-গম্ভীর জমানার সূচনা। এই প্রসঙ্গে অধিনায়ক বলেন, 'সময় এসেছে আমাদের আবার মাঠে নামার। এক নতুন অধ্যায়. নতুন সূচনা, নতুন কোচের সঙ্গে শুভারম্ভ হচ্ছে। এই পার্টনারশিপ ভারতীয় ক্রিকেটকে শীর্ষে পৌঁছে দেবে। টিম ইন্ডিয়া কিছু নতুন এবং কিছু পরিচিত মুখেদের নিয়ে মাঠে নামবে। আমি তোমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা বলছি।'
প্রেক্ষাপট
কলম্বো: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের (IND vs SL ODI) প্রথম ম্য়াচে টাই করল ভারতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে চারিথ আসালাঙ্কার দলকে হারালেও ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে শ্রীলঙ্কা বুঝিয়ে দিল, বিনা যুদ্ধে টিম ইন্ডিয়াকে এক ইঞ্চিও জমি ছাড়বে না তারা।
জাতীয় দলে ফিরতে চলেছেন ভারতীয় ক্রিকেটের ২ আইকন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর দেশের জার্সিতে খেলতে দেখা যায়নি এই দুই অভিজ্ঞ ব্যাটারকে। আর সেই মেগা টুর্নামেন্টের পর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন বিরাট-রোহিত দুজনেই। তাই দীর্ঘ প্রায় এক মাস পরে ওয়ান ডে ফর্ম্য়াটের সিরিজে দেশের জার্সিতে ফিরছেন তাঁরা।
শেষবার ৫০ ওভারের ফর্ম্য়াটে গত বছর ওয়ান ড বিশ্বকাপের ফাইনালে খেলতে নেমেছিলেন রোহিত ও বিরাট। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তাই সেই টুর্নামেন্টে ভারতের এই দুই স্টলওয়ার্টের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর গৌতম গম্ভীরও জানিয়েছিলেন যে বিরাট ও রোহিত দুজনেই ওয়ান ডে ফর্ম্য়াটে জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ।
হর্ষিত রানাকে এবার ওয়ান ডে সিরিজের জন্য দলে নেওয়া হয়েছে। কেকেআরের এই তারকার সামনে সুযোগ নিজেকে প্রমাণ করার। গত আইপিএলে কেকেআরের জার্সিতে নজর কেড়েছিলেন। চ্যাম্পিয়ন দলের হয়ে সর্বাধিক উইকেট শিকারিও ছিলেন। স্টার্কের থেকেও বেশি উইকেট ছিল তাঁর ঝুলিতে। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে আদৌ প্রথম ম্য়াচে অভিষেক হবে কি না তার সন্দেহ আছে। কারণ বড় বড় বোলাররা আছেন। টি-টোয়েন্টিতে খেলা অর্শদীপ ও সিরাজকেও অবশ্যই দেখা যাবে বোলিং আক্রমণে। ফিরছেন কুলদীপ যাদবও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -