India vs Sri Lanka Live Updates: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ২-০ ব্যবধানে লজ্জার হার ভারতের
Sri Lanka vs India 3rd ODI Live Score: তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ের প্রথম ম্যাচ ড্র হয় এবং দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কা জেতে। তাই সিরিজ় ড্র করতে হলে ভারতকে তৃতীয় ওয়ান ডে জিততেই হবে।
১৩৮ রানে অল আউট হয়ে গেল ভারত। তৃতীয় ওয়ান ডে ম্য়াচে ১১০ রানে হেরে ওয়ান ডে সিরিজও খোলাল রোহিত বাহিনী।
২৫ ওভারে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ১৩৮ রান বাের্ডে তুলেছে ভারত।
উইকেট পতনের ধারা অব্যাহত। পরপর ওভারে ফিরলেন রিয়ান পরাগ ও শিবম দুবে। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ১০২/৮।
জোড়া সাফল্য ওয়ালালাগের। অক্ষরকে দুই রানে আউট করার পর শ্রেয়সকেও পাঁচ রানে আউট করলেন তিনি। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৮২/৬।
রোহিতের পর বিরাট কোহলিকেও ফেরালেন দুনিথ ওয়ালালাগে। তাঁর সংগ্রহ ২০ রান। আগের ওভারেই ছয় রানেই সাজঘরে ফিরছিলেন ঋষভ পন্থও। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৭২/৪।
দুরন্ত ছন্দে দেখাচ্ছিল রোহিত শর্মাকে। তবে দুনিথ ওয়ালালাগের স্পিনে স্যুইপ মারতে গিয়ে ৩৫ রানে সাজঘরে ফিরলেন ভারতীয় অধিনায়ক। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৫৮/২।
বড় রান করতে ব্যর্থ শুভমন গিল। ছয় রানে শেষ হল তাঁর ইনিংস। তবে রোহিত শর্মা দুরন্ত ছন্দে ব্যাট করছেন। তিনি ১৩ বলে ৩১ রানে অপরাজিত। ৫ ওভার শেষে ভারতের স্কোর ৪১/১।
শেষ তিন ওভারে উঠল ৩১ রান। শ্রীলঙ্কা ২৪৮/৭ নিজেদের ইনিংস শেষ করল। কামিন্দু মেন্ডিস ২৩ রানে অপরাজিত রইলেন।
৭৭ বলে অর্ধশতরান পূরণ করলেন কুশল মেন্ডিস। ৪৮ ওভারে শ্রীলঙ্কার স্কোর ২২৯/৬। সাত ওভার পর এল বাউন্ডারি। জোড়া চার মেরেই হাফসেঞ্চুরি পূরণ করেন কুশল।
শ্রীলঙ্কান মিডল অর্ডার ফের একবার হতাশ করল। ২৮ রানের ব্যবধানে মোট পাঁচ উইকেট হারায় শ্রীলঙ্কা। এর মধ্যে তিন উইকেটই নেন রিয়ান পরাগ। ৪৭ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২১৭/৬।
দুরন্ত ছন্দে থাকা আভিষ্কাকে ফিরিয়ে ওয়ান ডেতে প্রথম সাফল্য পেলেন রিয়ান পরাগ। ৯৬ রানে সাজঘরে ফিরলেন লঙ্কান ওপেনার। ১৭১ রানে দ্বিতীয় উইকেট হারাল দ্বীপরাষ্ট্র। ৩৬ ওভার শেষে স্কোর ১৭৩/২।
২০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৯০ রান তুলল শ্রীলঙ্কা। ক্রিজে ফার্নান্দো ও মেন্ডিস...
১১তম ওভারে অর্ধশতরানের গণ্ডি পার করল শ্রীলঙ্কা। ১২ ওভার শেষে দ্বীপরাষ্ট্রের স্কোর বিনা উইকেটে ৫১ রান। নিসাঙ্কা ২৭ ও ফার্নান্ডো ২৩ রানে ব্যাট করছেন।
ইনিংসের শুরুটা শ্রীলঙ্কার দুই ওপেনার বেশ ভালই করেছেন। পাথুন নিসাঙ্কা ১৯ ও আভিষ্কা ফার্নান্ডো ছয় রানে ব্যাট করছেন। ৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর বিনা উইকেটে ২৬ রান।
ভারতীয় একাদশে তৃতীয় ওয়ান ডের জন্য দুই বদল করা হয়েছে। কেএল রাহুল এবং অর্শদীপ সিংহের বদলে ঋষভ পন্থ ও রিয়ান পরাগকে একাদশে সুযোগ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা দলে আখিলা ধনঞ্জয়ের বদলে মাহিশ থিকশানা সুযোগ পেয়েছেন।
আবারও টস জিতলেন শ্রীলঙ্কান অধিনায়ক, আবারও প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন লঙ্কান অধিনায়ক চরিথ আসালঙ্কা।
প্রেক্ষাপট
কলম্বো: তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ের প্রথম ম্যাচ ড্র হয় এবং দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কা জেতে। তাই সিরিজ় ড্র করতে হলে ভারতকে তৃতীয় ওয়ান ডে জিততেই হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -