সিডনি: ফের অস্ট্রেলিয়া ক্রিকেট দলের (Australia Cricket Team) জার্সিতে অধিনায়ক হিসেবে দেখা যাবে স্টিভ স্মিথকে (Steve Smith)। প্যাট কামিন্স নয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে যে টেস্ট সিরিজে খেলতে নামবে অস্ট্রেলিয়া। সেখানেই হয়ত ফের অধিনায়ক হিসেবে মাঠে ফিরছেন ডানহাতি অজি ব্যাটার। এর আগেও অজি দলকে তিনটি ফর্ম্য়াটেই নেতৃত্ব দিয়েছেন স্মিথ। চলতি বর্ডার গাওস্কর সিরিজেও দুর্দান্ত ফর্মে রয়েছেন। দুটো শতরানও হাঁকিয়েছেন স্মিথ। এবার শ্রীলঙ্কা সিরিজে হয়ত ফের অধিনায়ক হিসেবে দেখা যাবে ডানহাতি ব্যাটারকে।


প্য়াট কামিন্সের নেতৃত্বেই অস্ট্রেলিয়া গত ২-৩ বছরে দারুণ পারফর্ম করেছে অস্ট্রেলিয়া। আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। সূত্রের খবর, প্যাট কামিন্সের স্ত্রী দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। তাই স্ত্রী-র পাশে থাকতেই হয়ত শ্রীলঙ্কা সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কামিন্স। এর আগে গত বছর মায়ের মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরেছিলেন ভারত সফর থেকে। সেখানেও স্মিথই নেতৃত্ব দিয়েছিলেন। ২০১৮ সালে বল বিকৃতি কাণ্ডের আগে পর্যন্ত স্মিথই অধিনায়ক ছিলেন অস্ট্রেলিয়ার। ২০২১ সালে কোভিডের পর নির্বাসন কাটিয়ে ফেরার পর ফের একবার ডিসেম্বরে লিডারশিপ পান স্মিথ। করোনার জন্য দল থেকে বাদ পড়েছিলেন কামিন্স। সেই সময়ই অধিনায়ক ছিলেন স্মিথ।


অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে টেস্টে ৩৮ বার মাঠে নেমেছেন স্মিথ। ২০১৪-২০২৩ পর্যন্ত। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া ২১ ম্য়াচ জিতেছে ও ১০ ম্য়াচ হেরেছে। ৬ ম্য়াচ ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে মাঠে নেমে ৩৮৬৭ রান করেছিলেন ৬৬.৬৭ গড়ে। 


সিডনি টেস্টে নেই তারকা অজি অলরাউন্ডার


আর সেই টেস্টের আগে একাদশ ঘোষণা করে দিলেন প্যাট কামিন্সরা। যে দলে চমক বলতে, ফর্ম হারানো অলরাউন্ডার মিচেল মার্শকে বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে দলে নেওয়া হয়েছে তাসমানিয়ার অলরাউন্ডার বিউ ওয়েবস্টারকে। চলতি সিরিজে একেবারেই ছন্দে নেই মার্শ। ৪ টেস্টে ব্যাট হাতে মাত্র ৭৩ রান করেছেন। ১০.৪২ ব্যাটিং গড়ে। বল হাতেও নজর কাড়তে ব্যর্থ মার্শ । কামিন্স জানিয়েছেন, তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নির্বাচকদের।


তবে অস্ট্রেলিয়ার স্বস্তি বলতে, চোট থাকলেও মিচেল স্টার্ক সিডনি টেস্টে খেলবেন। তিনি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মেলবোর্ন টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে যন্ত্রণা উপেক্ষা করেও বল করেছিলেন স্টার্ক। ১৬ ওভার বল করেছিলেন গতির সঙ্গে আপোস না করে। কামিন্স জানিয়েছেন, শেষ টেস্টে খেলার জন্য মুখিয়ে ছিলেন স্টার্ক নিজেও ।