সিডনি: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজের শেষ ম্য়াচ খেলতে নামছে দুই দল। চলতি বর্ডার গাওস্কর ট্রফির প্রথম চার টেস্ট পরে রোহিত শর্মা অ্য়ান্ড কোং ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে এই মুহূর্তে। সিডনি টেস্টে ড্র করলেও সিরিজ হারাতে হবে ভারতকে। আর হারলে তো ব্যবধান আরও বাড়বে। কিন্তু জয় ছিনিয়ে নিলে বর্ডার গাওস্কর ট্রফি রিটেইন করতে পারবে টিম ইন্ডিয়া। এর আগে ২০১৭-১৮ মরশুমে ও ২০২০-২১ মরশুমে সিরিজ জিতেছিল ভারত। গত ১০ বছরের বর্ডার গাওস্কর ট্রফি ভারতের থেকে ছিনিয়ে নিতে পারেনি অজি ব্রিগেড। 


কাদের ম্যাচ?


বর্ডার গাওস্কর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্য়াচ


কবে ম্যাচ?


ভারত বনাম অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট আগামী ৩ জানুয়ারি থেকে শুরু


কোথায় খেলা?


সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে


কখন শুরু


ম্যাচ শুরু ভারতীয় সময় ভোর ৫টায়। টস হবে তার ৩০ মিনিট আগে


কোথায় দেখবেন


টিভিতে স্টার স্পোর্টসে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার


অনলাইন স্ট্রিমিং


টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে  


ভারতীয় অনুশীলনে যে ছবিটা ধরা পড়ল, তাতে কিন্তু সিডনিতে টসের সময় ভারতীয় দলের ব্লেজার পরে রোহিতের বদলে বুমরার মাঠে নামার সম্ভাবনা আরও জোরাল হয়েছে। বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজারা যখন ভারতীয় দলের অনুশীলনে গা গরম করার জন্য ফুটবল খেলছিলেন, তখন বাকিদের থেকে আলাদাভাবে বুমরা ও কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) বেশ খানিকক্ষণ কথা বলতে দেখা যায়। এরপর গম্ভীরকে নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গেও কথা বলতে দেখা যায়। এই ঘটনাপ্রবাহই বুমরার সিডনিতে অধিনায়কত্ব করার জল্পনা বাড়াচ্ছে।


তবে রোহিত যে সিডনিতে খেলবেন না, এমন কিন্তু কোনওরকম নিশ্চয়তা  দেননি গম্ভীর। সাধারণত টেস্ট ম্যাচের আগের দিন অধিনায়কই সাংবাদিক বৈঠক করে থাকেন। কিন্তু এদিন সাংবাদিকদের সামনে রোহিতের বদলে কোচ গম্ভীর হাজির হন। তাই স্বাভাবিকভাবেই রোহিত সম্পর্কে প্রশ্ন উঠে। রোহিতের ভবিষ্যৎ নিয়ে কোনও প্রশ্নের অবশ্য উত্তর দিতে চাননি গম্ভীর। 


সূত্রের খবর, রোহিত শর্মা নাকি সিডনি টেস্টের আগেই গৌতম গম্ভীর ও অজিত আগরকরকে জানিয়ে দিয়েছেন যে তিনি সিডনি টেস্টে খেলতে চান না। 


আরও পড়ুন: সিডনি টেস্টে নিজেই না খেলতে চেয়েছিলেন রোহিত, আগরকর, গম্ভীকে নাকি জানিয়েও দিয়েছিলেন