মেলবোর্ন: অ্য়াশেজে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে অজি বাহিনী। সেই দলেরই দুই তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ককে এবার দেখা যাবে টি-টোয়েন্টি ক্রিকেটে। দুজনের কেউই চলতি বছরে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে নেই। কিন্তু অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলতে দেখা যাবে ২ অভিজ্ঞ তারকাকে। সিডনি সিক্সার্সের জার্সিতে খেলতে দেখা যাবে তাঁদের বিগ ব্যাশে। এছাড়াও এই দুজন ছাড়া উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, অ্য়ালেক্স ক্যারি, মাইকেল নেসার, জাই রিচার্ডসন, ব্রেন্ডন ডগেট, টড মার্ফ, জ্যাক ওয়েদারল্য়ান্ড, ব্য়ু ওয়েবস্টার, জস ইংলিশ প্রত্যেকেই তাঁদের নির্দিষ্ট দলের হয়ে খেলবেন।
গত ১১ বছরে প্রথমবার বিগ ব্যাশে খেলতে দেখা যাবে মিচেল স্টার্ককে। আগামী ১৬ জানুয়ারি সিডনি থান্ডারের বিরুদ্ধে খেলতে দেখা যাবে। আর ১৮ জানুয়ারি ব্রিসবেন হিটের বিরুদ্ধেও খেলতে দেখা যাবে। এছাড়াও সিডনি সিক্সার্স যদি প্লে অফে জায়গা করে নেয়, তাহলে সেখানেও খেলতে দেখা যাবে তাঁদের। মার্ফিও খেলবেন। সিক্সার্স ইতিমধ্য়েই জশ হ্যাজেলউডকে দলে নিয়েছে। অ্য়াকিলিস চোটের জন্য অ্য়াশেজে খেলেননি।
স্মিথ লিগে সিক্সার্সের শেষ তিনটি ম্য়াচে খেলবেন। সেক্ষেত্রে হোবার্ট হ্যারিকেনের বিরুদ্ধে আগামী ১১ জানুয়ারিতেও খেলতে দেখা যাবে ডানহাতি অজি ব্যাটারকে। ৩৬ বছরের তারকা ব্যাটার বিবিএলের জার্সিতে খেলতে নেমে এখনও পর্যন্ত ৩৪ ম্যাচে ১১৯৯ রান করেছেন স্মিথ।
অস্ট্রেলিয়া চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে আট টেস্টের সাতটিতে জিতেছে। প্যাট কামিন্সদের দখলে বর্তমানে ৮৭.৫০ পয়েন্ট শতাংশ পয়েন্ট রয়েছে। ভারত বর্তমানে অনেকটাই পিছিয়ে। শুভমন গিলের দলের দখলে মাত্র ৪৮.১৫ শতাংশ পয়েন্ট রয়েছে। তাঁরা এই তালিকায় আপাতত ছয় নম্বরে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে ভারতের রাস্তা যে বর্তমানে বেশ কঠিন তা বলাই বাহুল্য। ভারতীয় দল ২০২৩ সালে ৫৮.৮ শতাংশ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করেছিল। তাছাড়া অপর কোনও দল কখনও ৬৫ শতাংশের কম পয়েন্ট পেয়ে ফাইনালে পৌঁছয়নি। সেই শতাংশকে বেঞ্চ মার্ক ধরলে ভারতীয় দলকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে বাকি নয়টি টেস্টের আটটিতে জিততে হবে অথবা অন্তত সাতটি ম্য়াচ জিতে দুইটি ম্যাচ ড্র করতে হবে। ভারত সাত ম্যাচ জিতেও যদি দুই ম্য়াচ হারে, তাহলে ভারতের দখলে ৬২.৯৬ শতাংশ পয়েন্টই থাকবে।