ব্রিসবেন: ব্যাট হাতে রান পাচ্ছেন না। চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে তাঁর নেতৃত্ব নিয়েও প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রোহিত শর্মা কি চাপ কমাতে নেতৃত্ব ছেড়ে দেবেন? হ্যাঁ, এমনই সম্ভাবনার কথাই শোনালেন সুনীল গাওস্কর। বর্ডার গাওস্কর ট্রফির প্রথম টেস্টে খেলেননি। এরপর অ্য়াডিলেড ও ব্রিসবেন টেস্ট মিলিয়ে চারটি ইনিংসে একের পর এক ব্যর্থ। তালিকাটা ক্রমেই দীর্ঘ হচ্ছে। সুনীল গাওস্কর মনে করেন যে নির্বাচকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবেন না রোহিত। তার আগেই হয়ত নেতৃত্ব ছেড়ে দিতে পারেন হিটম্য়ান।


এবিসি স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে দেওয়া সাক্ষাৎকারে লিটল মাস্টার বলেন, ''আমার মনে হয় রোহিত আগামী কয়েকটি ইনিংসে রোহিত বড় রান করার চেষ্টা করবে নিঃসন্দেহে। কিন্তু তা যদি না হয়, সেক্ষেত্রে হয়ত নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তটা রোহিত নিয়ে নিতে পারে। রোহিতকে আমি যতটুকু চিনি ও কখনওই চাইবে না দলের বোঝা হয়ে থাকতে। তাই নিজেই নেতৃত্ব ছাড়তে চাইবে। ভারতীয় ক্রিকেটের স্বার্থেই রোহিত হয়ত সরে দাঁড়াবে। চলতি সিরিজের আগামী কয়েকটি ইনিংসে রান না পেলেই হয়ত নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলবে রোহিত।''