ক্যানবেরা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনি ২ টি ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতি ক্রিকেটে ১৫০টি ছক্কা পূর্ণ করেছেন। এই সংখ্যায় পৌঁছনো বিশ্বের পঞ্চম ব্যাটার তিনি। এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma), যিনি ১৫৯টি ম্যাচে মোট ২০৫টি ছক্কা হাঁকিয়েছেন। রোহিত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
ক্যানবেরায় খেলা হওয়া ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টিতে মিচেল মার্শ টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। অভিষেক শর্মা এবং শুভমন গিল প্রথম উইকেটের জন্য ৩৫ রান যোগ করেন, চতুর্থ ওভারে অভিষেক ১৯ রান করে নাথান এলিসের বলে ক্যাচ দিয়ে ফেরেন। তিন নম্বরে নামা সূর্যকুমার যাদব দশম ওভারের তৃতীয় বলে এই ইনিংসের দ্বিতীয় ছক্কা হাঁকিয়ে তাঁর ১৫০ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ছক্কা পূর্ণ করেন।
টি-টোয়েন্টি ইন্টারন্যাশনালে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো প্রথম পাঁচ ব্যাটার
- ২০৫ - রোহিত শর্মা (ভারত)
- ১৮৭ - মহম্মদ ওয়াসিম (সংযুক্ত আরব আমিরশাহি)
- ১৭৩ - মার্টিন গাপ্টিল (নিউজিল্যান্ড)
- ১৭২ - জস বাটলার (ইংল্যান্ড)
- ১৫০ - সূর্যকুমার যাদব (ভারত)
শেষ পর্যন্ত অবশ্য ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গিয়েছে। বৃষ্টির পূর্বাভাস ছিলই। কিন্তু পুরো খেলাটাই যে ভেস্তে যাবে, তেমনটা আশঙ্কা করা হয়নি কখনওই। যদিও শেষ পর্যন্ত সেটাি হল।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। ওপেনিংয়ে নেমেছিলেন দলের সহ অধিনায়ক শুভমন গিল ও টি-২০ ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা। স্বাভাবিকভাবেই অভিষেক চালিয়ে খেলা শুরু করেছিলেন শুরু থেকেই। চারটি বাউন্ডারিও হাঁকিয়ে ফেলেছিলেন। কিন্তু ১৪ বলে ১৯ রান করেই নাথান এলিসের বলে চালিয়ে খেলতে গিয়ে টিম ডেভিডের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ন ফেরেন অভিষেক। এরপর আর কোনও উইকেট হারায়নি ভারত। সূর্যকুমার যাদব ক্রিজে আসার পর তিনি ও সহ অধিনায়ক শুভমন গিল মিলে দলের স্কোর একশোর দোড়গোড়ায় পৌঁছে দিয়েছিলেন।
৫ ওভার খেলা হওয়ার পরই একবার খেলা স্থগিত হয় বৃষ্টির জন্য়। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। ওভার সংখ্যা ২০ থেকে কমে দাঁড়ায় ১৮ তে। কিছুক্ষণ পরে খেলা শুরু হলে ৯.৪ ওভার পর্যন্ত খেলা চলে। কিন্তু এরপর ফের বৃষ্টি নামে। ম্যাচ আর শুরু করা যায়নি।