সেঞ্চুরিয়ান: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs SA 3rd T20I) সেঞ্চুরিয়ানে দুরন্ত সেঞ্চুরি। ভারতের জার্সিতে দ্বিতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শতরান হাঁকান তিলক বর্মা (Tilak Varma)। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ আট থেকে আশি। তিলকের সাফল্যের পিছনে কিন্তু সূর্যকুমার যাদবেরও (Suryakumar Yadav) অবদান রয়েছে। 


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে যথাক্রমে ৩৩ ও ২০ রান করেছিলেন তিলক। ভাল খেললেও বড় রানের ইনিংস আসছিল না। তবে সেঞ্চুরিয়ানে জ্বলে উঠলেন বাঁ-হাতি ব্যাটার। এই ম্যাচে তিলক কিন্তু আগের দুই ম্যাচের মতো চার নয়, বরং তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন। ম্যাচ শেষে সূর্যকুমার এই বদলের কারণটি জানান। তিনি বলেন, 'তিলক বর্মার বিষয়ে আর নতুন করে কীই বা বলব! ও গকেবেরহাতে  আমার রুমে এসেছিল। তিন নম্বর ব্যাটিংয়ে নামার অনুরোধ করে ও। আমি ওকে শুধু বলেছিলাম মাঠে নেমে নিজের খেলাটা খেল। ও যা কথা দিয়েছিল সেই কথা রেখেছে। ওর আর ওর পরিবারের জন্য আমি খুব খুব খুশি।'


তৃতীয় টি-টোয়েন্টিতে তিলক ৫৬ বলে অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলেন। তাঁর ব্যাটিংয়ে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ভারতীয় দল সাত উইকেটের বিনিময়ে ২১৯ রান তোলে। জবাবে দক্ষিণ আফ্রিকা ২০৮ রানের বেশি করতে পারেনি। ১১ রানে ম্যাচ জিতে সিরিজ়ে ২-১ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। তিলক কিন্তু অনবদ্য সেঞ্চুরির পর নিজেও সূর্যকুমারকে কৃতিত্ব দেন এবং নিজের সেঞ্চুরিও তাঁকেই উৎসর্গ করেন।


তিলক বলেন, 'এটা আমাদের অধিনায়ক সূর্যকুমারের জন্য ছিল। ওঁ আমায় তিন নম্বরে ব্যাট করার সুযোগ করে দেয়। আমি ওই জায়গাতেই ব্যাট করতে পছন্দ করি। তবে শেষ দুই ম্যাচে আমি চারে নেমেছিলাম। তবে সূর্যই আমায় এই সুযোগ করে দেয় এবং নিজের মতো খেলতে বলে।' 


এই অনবদ্য পারফরম্যান্সের পর ভারতীয় দলের হয়ে তিলক বর্মাই তিন নম্বরে ব্যাট করবেন বলে জানিয়ে দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার। তিলক পরের ম্য়াচেও নিজের এই ফর্ম অব্যাহত রাখতে পারেন কি না, সেটাই দেখার। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: প্রত্যাবর্তন ম্যাচেই শামির আগুনে বোলিংয়ে ছারখার মধ্যপ্রদেশ, বাংলাকে লিড এনে দিলেন তারকা বোলার