মুম্বই: চোটের জেরে চলতি ভারত বনাম আফগানিস্তান সিরিজ়ে মাঠে নামতে পারেননি সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। একাধিক রিপোর্ট অনুযায়ী জার্মানিতে তাঁর স্পোর্টস হার্নিয়া সারানোর চিকিৎসা হওয়ার কথা। তবে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) তারকা ব্যাটার ঠিক কবে আবার ২২ গজে ফিরবেন, সেই নিয়ে জল্পনা চলছিলই। এরই মধ্যে নিজের সোশ্যাল মিডিয়ায় সূর্যর শেয়ার করা কয়েক সেকেন্ডের এক ভিডিও ভারতীয় অনুরাগীদের বেশ উৎসাহিতই করবে। 


সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সূর্য দু'টি ছোট ছোট ভিডিও শেয়ার করেন। সেখানে তাঁকে নেটে ব্যাটিং অনুশীলন সারতে দেখা গিয়েছে। একটি ভিডিওতে তিনি লেখেন 'বেবি স্টেপস' এবং অপরটির ক্যাপশনে লেখা, 'কাজ এখনও শেষ হয়নি, বর্ধন।' তবে নেটে কোনও বোলারের বিরুদ্ধে নয়, বরং থ্রো ডাউনের বিরুদ্ধে নিজের ব্য়াটিং অনুশীলন সারেন সূর্যকুমার। 


 






 


কাঁধের সাহায্যে ব্যাটিং


বয়স ৩৪। পেশায় ক্রিকেটার। তবে তাঁর গল্পটা একটু অন্যরকম। আর পাঁচজনের মত তাঁর নেই দুটো হাত। কিন্তু তাতে কুছ পরোয়া নেহি। অনন্তনাগের ওয়াঘমা গ্রামের বিজবেহারার ৩৪ বছরের আমির হুসেনের কাহিনি যেন যে কোনও প্রতিবাদি চরিত্রের ছায়া। প্যারা ক্রিকেটার আমির। ব্যাট ধরার জন্য যে হাত দরকার, তা নেই। তবে তাতেও ভালোবাসার ক্রিকেট থেকে সরে আসেননি আমির। নিজের কাঁধের ভারেই ব্যাট নিয়ে হাঁকিয়ে চলেছেন একের পর এক শট। আমির বোলিংয়েও পারদর্শী। পায়ের পাতায় বল রেখে ব্যাটারের দিকে ছুড়ে মারেন। 


সচিন তেন্ডুলকর এবং আশিস নেহরার মতো ক্রিকেট কিংবদন্তিরা এই প্যারা ক্রিকেটারের খেলার প্রশংসা করেছেন। নেহরা তাঁকে ওয়াংখেড়েতে টি২০ বিশ্বকাপ ২০১৬ সেমিফাইনাল দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সালটা ২০০৮। একটা দুর্ঘটনা কেড়ে নিয়েছিল আমিরের হাত। ভালোবাসার ক্রিকেটকে বিসর্জন দিতে হল। কিন্তু বেশিদিন পারেনি সে।  দেবদূতের মতো আমিরের জীবনে এসে উপস্থিত হলেন  তার এক শিক্ষক।  আমিরকে প্যারা ক্রিকেট কোচিং সেন্টারে ভর্তি করানো পরামর্শ দিলেন। এরপর আর পিছনে ফরে তাকাতে হয়নি। বর্তমানে জম্মু-কাশ্মীরের প্যারা ক্রিকেট দলের অধিনায়ক আমির। ২০১৩ সাল থেকে পেশাদার ক্রিকেট খেলছেন এই ৩৪ বছরের অলরাউন্ডার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: দুই কেকআর তারকার 'ব্রোম্যান্স'! রিঙ্কুর সঙ্গে খুনসুটিতে মাতলেন গুরবাজ়