নাগপুর: টি-২০ বিশ্বকাপের আগে শেষ সিরিজ়। মেগা টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার এটাই সুযোগ। সেই কারণেই ভারত বনাম নিউজ়িল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ়ে (IND vs NZ T20I) সকলের নজর থাকবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দিকে। তবে খারাপ ফর্মে থাকা ভারতীয় অধিনায়ক কিন্তু সিরিজ় শুরুর আগেই জানিয়ে দিলেন তিনি নিজের পরিচয়, খেলার ধরন বদলাতে নারাজ।

Continues below advertisement

২০২৫ সালটা সূর্যর জন্য একেবারে দুঃস্বপ্নের মতোই কেটেছে। গোটা বছরে জাতীয় দলের জার্সি গায়ে একটিও অর্ধশতরান হাঁকাতে পারেননি সূর্য। ২১ ম্যাচের ১৯টি ইনিংসে সূর্য ১৩.৬২ গড়ে ২১৮ রান করেছিলেন। তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ৪৭। অতীতে এক নম্বর ব়্যাঙ্কিংয়ে থাকা তো বটেই, যে কোনও ব্যাটারের জন্যই যে এই রেকর্ড একেবারেই আদর্শ নয়, তা বলার জো রাখে না। তবে সূর্য জানান তিনি নেটে বেশ ভালই ব্যাট করছেন এবং নিজের খেলার ধরনে তিনি কোনওরকম পরিবর্তন করতে চান না।

কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শুরুর আগে সাংবাদিক সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, 'আমি নেটে বেশ ভালই ব্যাট করছি, আর যদি রানের নিরিখে বলি, তাহলে সেটাও নিশ্চয়ই আসবে। তবে একইসঙ্গে জানাতে চাই যে আমি তো সবটা ভিন্নভাবে করতে পারব না। আমি নিজের পরিচয়, খেলার ধরন বদলাতে চাই না। বিগত তিন, চার বছর ধরে যেভাবে খেলে আমি সাফল্যে পেয়েছি, সেভাবেই খেলতে চাই। তাতে যদি সাফল্য পাই খুবই ভাল কথা, আর যদি সাফল্য না আসে, তাহলে আবার ফিরে গিয়ে কঠোর পরিশ্রম করব, অনুশীলন করব এবং তারপরে ফিরে আসব।'

Continues below advertisement

প্রসঙ্গত উল্লেখ্য এই সিরিজ়ের আগে ২০২৪ সালে টেস্ট এবং এই বছর ওয়ান ডে, কিউয়িরা দুই ফর্ম্যাটেই ভারতের বিরুদ্ধে জয় পেয়েছে। এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জ। অতীতে দুই সিরিজ়ে সাফল্য তাঁদের আত্মবিশ্বাস জোগাবে এবং আসন্ন সিরিজ়ে খানিকটা এগিয়েই রাখবে বলে মনে করছেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার।

স্যান্টনারের দাবি কিউয়িরা ভারতের বিরুদ্ধে, ভারতে খেলা দুইটোই উপভোগ করেন। আর তাঁর দাবি সাম্প্রতিক সিরিজ়ের সাফল্যে কিউয়িদের খানিকটা এগিয়েও রাখবে। '(ওয়ান ডে সিরিজ়ে জয়) আমাদের খানিকটা এগিয়ে রাখবে। আমরা ভারতে খেলতে এবং ভারতের বিরুদ্ধে খেলতে খুবই ভালবাসি। ভিন্ন ভিন্ন ফর্ম্যাটে আমরা ভারতের বিরুদ্ধে সম্প্রতি সাফল্যও পেয়েছি।' টি-২০ সিরিজ় শুরুর আগে সাংবাদিক সম্মেলনে দাবি স্যান্টনারের।

সব মিলিয়ে এক হাড্ডাহাড্ডি সিরিজ়ের কিন্তু পটভূমি তৈরি, এবার অপেক্ষা কেবল দুই দলের ২২ গজে নামার।