টোকিও: ক্রিকেট মাঠে নজির গড়ল জাপান (Japan Cricket Team)। মঙ্গোলিয়াকে ২০৫ রানের বিরাট ব্যবধানে হারাল। তার চেয়েও বড় কথা হচ্ছে, সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জাপানের বিরুদ্ধে মাত্র ১২ রানে অল আউট হয়ে গেল মঙ্গোলিয়া।


সানো আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবারের ম্যাচের ফলাফল ক্রিকেটবিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে। মাত্র ১২ রানে কোনও দল অল আউট হয়ে যাচ্ছে, ক্রিকেট বিশ্বে এরকম নজির বিরল। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটা দ্বিতীয় সর্বনিম্ন রান। 


এই জয়ের সঙ্গে একটি পালক যোগ হল জাপানের ক্রিকেটে। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে চারটি জয়ের মধ্যে জাপানের এই সাফল্য অন্তর্ভুক্ত হল। মঙ্গোলিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জাপান।


জাপান সফরে এসেছে মঙ্গোলিয়া। জাপানের সঙ্গে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। ১২ মে শেষ হবে সেই সিরিজ। দ্বিতীয় ম্যাচে এই বিরাট ধাক্কা খেতে হল মঙ্গোলিয়াকে। প্রথম ম্যাচেও দাপট দেখিয়েছিল জাপান। ১৬৬ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতেছিল জাপান। দ্বিতীয় ম্যাচে সেই কৃতিত্বকেও ছাপিয়ে গেলেন। সেই ম্যাচে ২০০ রান তাড়া করতে নেমে ৩৩ রানে অল আউট হয়ে গিয়েছিল মঙ্গোলিয়া। বাঁহাতি স্পিনার চার্লস হিঞ্জ মাত্র ১৬ বলে ৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন।


বুধবারও মঙ্গোলিয়ার ব্যাটিং লাইন আপকে গুঁড়িয়ে দেন জাপানের বোলাররা। প্রথম ম্যাচের তুলনায় আরও বেশি হেনস্থা হতে হয় মঙ্গোলিয়াকে।        



















সিরিজের দ্বিতীয় ম্যাচে জাপান প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ২১৭ রান তুলেছিল। ২১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২ রানে শেষ মঙ্গোলিয়া। জাপানি ক্রিকেটার কাজুমা কাতো-স্ট্যাফোর্ড একাই মঙ্গোলিয়ার ৫ উইকেট তুলে নেন। মঙ্গোলিয়ার কোনও ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেননি। সাতজন ক্রিকেটার শূন্য করে ফেরেন। দলের হয়ে সর্বাধিক রান ৪। এই নিয়ে মঙ্গোলিয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে পঞ্চম ম্যাচ খেলল। এর আগে হাংঝাউ এশিয়ান গেমসে ২টি ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল মঙ্গোলিয়া। এবার নতুন লজ্জার মুখে পড়ল।


আরও পড়ুন: মাঠ ছেড়ে বেরোও... প্রতিপক্ষ অধিনায়ককে বেনজির আক্রমণ IPL দলের মালিকের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


রোল নম্বর দিয়ে উচ্চমাধ্যমিকের রেজ়াল্ট দেখুন: