অ্যাডিলেড: কাল টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড। প্রথম সেমিফাইনালে নিউজিল্য়ান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান। কাল কে বাজিমাত করবে? ২ দলই এবারের টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছে এখনও পর্যন্ত। ভারত গ্রুপ পর্বে শীর্ষে থেকে সেমিতে পৌঁছেছে। অন্যদিকে ইংল্যান্ড দ্বিতীয় গ্রুপ থেকে দ্বিতীয় স্থানে থেকে শেষ চারে পৌঁছেছিল। তবে আগামীকালের ম্যাচে নামার আগে ভারতীয় শিবিরকে হুঁশিয়ারি দিয়ে দিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। 


কী বললেন বাটলার?


ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জস বাটলার বলেন, ''আমরা কোনওভাবেই চাই না ফাইনালে ভারত বনাম পাকিস্তান হোক। আমরা ভারতীয় ক্রিকেট দলের আনন্দ মাটি করে দিতে চাই। যদিও তারা অবশ্যই দুর্দান্ত একটা দল।''


বাটলার আরও বলেন, ''আমরা টুর্নামেন্টের শুরুতে যেখানে আসতে চেয়েছিলাম সেখানে এসেছি। এবার আমরা সামনের দিকে তাকাতে চাই। কাল মাঠে নামার জন্য মুখিয়ে আছে দলের প্রত্যেকেই। ভারত নিঃসন্দেহে শক্তিশালী দল। কিন্তু আমরাও লড়াই করতে প্রস্তুত।''


 






কী বলছেন ম্যাথু হেডেন?


পাকিস্তানের ফাইনালে ওঠার পরই দলের মেন্টর ম্যাথু হেডেন বলেন, ''দুর্দান্ত জয়। আজকের রাতটা ভীষণ স্পেশাল। অনেকগুলো ইতিবাচক দিক রয়েছে আমাদের। বাবর ও রিজওয়ানকে নিয়ে প্রশংসা করছেন সবাই। আর আমাদের অসাধারণ বোলিং আক্রমণ তো রয়েইছে। এই ছেলেরা অনেকদিন ধরেই পাকিস্তানের হয়ে দারুণ খেলে আসছে। বিশেষ করে হ্যারিসকে নিয়ে কথা বলতেই হবে। নেটে প্রত্যেক ফাস্ট বোলারকে দারুণ ব্যাট করেছে ও।''


এরপরই হেডেন বলেন, ''আমি অবশ্যই চাইব ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে নামুক পাকিস্তান। তার একটাই কারণ এই ম্যাচের উত্তাপ। এই ম্যাচের পারদ যেভাবে চড়ে তার কোনও তুলনাই হয় না। এই ম্যাচের আবহ বিশ্ব ক্রিকেটে আর অন্য় কােনও ম্যাচে দেখা যায় না।''