বার্বাডোজ়: টি-২০ বিশ্বকাপের মাঝে হেঁশেলও সামলাতে হচ্ছে রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ়দের!


যিনি ক্রিকেট খেলেন, তিনি রাঁধেনও। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) যা প্রমাণ করে দিচ্ছেন আফগানিস্তানের ক্রিকেটারেরা। বার্বাডোজ়ে হালাল মাংস পাওয়া যাচ্ছে না। অথচ আফগান (Afghanistan Cricket Team) ক্রিকেটারদের পাতে হালাল মাংস চাই-ই চাই। যে কারণে বাধ্য হয়ে নিজেদেরই রান্না করতে হচ্ছে আফগান ক্রিকেটারদের। তা না হলে হোটেলের বাইরে গিয়ে খাবার খেতে হচ্ছে।


ভারতে গত ওয়ান ডে বিশ্বকাপের সময় দুর্দান্ত আতিথেয়তা পেয়েছিল আফগানিস্তান। রশিদ, মহম্মদ নবিদের আতিথেয়তায় কোনও ত্রুটি রাখেনি ভারত। তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা হয়েছে রশিদ, রহমানউল্লাহ গুরবাজ়, ফজলহক ফারুকিদের। বার্বাডোজ়ে যে হোটেলে আফগান ক্রিকেটারেরা রয়েছেন, সেখানে হালাল মাংস পাওয়া যাচ্ছে না। সেি কারণে নিজেদের উদরপূর্তির দায়িত্ব নিজেদের হাতেি তুলে নিয়েছেন আফগান ক্রিকেটারেরা।


ব্রিজটাউনে যে হোটেলে রয়েছেন আফগান ক্রিকেটারেরা, সেখান খাবারের জন্য পরিবেশিত মাংস হালাল কি না, নিশ্চিত হতে পারছেন না ক্রিকেটারেরা। এটাও নিশ্চিত হওয়া যাচ্ছে না যে, বাইরের রেস্তোঁরায় যে মাংস পাওয়া যাচ্ছে, সেটিও হালাল কি না।


আফগানিস্তানের এক ক্রিকেটার সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'আমাদের হোটেলে হালাল মাংস পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে তাই আমরা নিজেরা রান্না করে নিচ্ছি। মাঝে মধ্যে বাইরে গিয়ে খাচ্ছি। ভারতে গত ওয়ান ডে বিশ্বকাপে সব কিছু নিখুঁত ছিল। তবে এখানে হালাল মাংস না পাওয়া একটা সমস্যা তো বটেই।' ওই ক্রিকেটার যোগ করেছেন, 'সেন্ট লুসিয়াতে পেয়েছি হালাল মাংস। তবে সেটা সর্বত্র পাওয়া যাচ্ছে না। আমাদের এক বন্ধু মাংস জোগাড় করে দিচ্ছে। আমরা নিজেরা রান্না করে নিচ্ছি।'


 






টি-২০ বিশ্বকাপের সুপার এইটের সূচি এমনই করা হয়েছে যে, তিনটি ম্যাচ খেলতে দলগুলিকে তিনটি দেশে যেতে হচ্ছে। মরণ-বাঁচন ম্যাচের আগের সারাদিন যাতায়াত করেই কেটে যাচ্ছে। যা সব দলের কাছেই দুঃস্বপ্ন।



আরও পড়ুন: পিছিয়ে পড়েও দুরন্ত জয় ইউক্রেনের, যুদ্ধের ক্ষতের মধ্যেও শেষ ষোলোর স্বপ্ন


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।