ডাসেলডর্ফ: গত প্রায় দু'বছর ধরে যুদ্ধবিধ্বস্ত গোটা দেশ। মুহূর্মুহূ চলছে ক্ষেপণাস্ত্র হানা। বাতাসে বারুদের ঝাঁঝ।


সেই পরিস্থিতিতে থাকা কোনও দেশের পক্ষে ফুটবল খেলার কথা ভাবাও যেন বিলাসিতা। তবু ইউক্রেনের ফুটবলাররা দমার পাত্র নন। বরং ইউরো কাপ শুরুর আগেই প্রতিজ্ঞা করেছিলেন, যুদ্ধবিধ্বস্ত দেশবাসীর মুখে হাসি হয়তো ফোটাতে পারবেন না, কিন্তু কিছুক্ষণের জন্য হলেও যন্ত্রণামুক্তি ঘটাতে পারবেন। দিতে পারবেন ইতিবাচক বার্তাও।


ইউরো কাপে (UEFA Euro Cup 2024) নিজেদের প্রথম ম্যাচে রোমানিয়ার কাছে ৩-০ গোলে হেরে যদিও সেই শপথ অধরা থেকে গিয়েছিল। তবে ইউক্রেন ফুটবল দলকে যে অত সহজে মুছে ফেলা যাবে না, দ্বিতীয় ম্যাচেই তার প্রমাণ দিলেন শাপারেঙ্কো, ইয়ারেমচাকরা। পিছিয়ে পড়েও স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর স্বপ্ন জাগিয়ে রাখল ইউক্রেন (Slovakia vs Ukraine)। সেই সঙ্গে জমিয়ে দিল গ্রুপ ই-র লড়াই।


গ্রুপ ই-তে ১ ম্য়াচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রোমানিয়া। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এল ইউক্রেন। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে স্লোভাকিয়া। ১ ম্যাচ খেলে এবং সেটি হেরে অন্যতম ফেভারিট বেলজিয়াম রয়েছে চার নম্বরে। কোনও পয়েন্ট নেই রোমেলু লুকাকুদের ঝুলিতে।


ইউরো কাপের নিয়ম হচ্ছে, ২৪টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপ থেকে সেরা দুটি করে দল যাবে প্রি কোয়ার্টার ফাইনালে। পাশাপাশি তৃতীয় স্থানে থাকা সেরা চারটি দলও যাবে শেষ ষোলোয়। ইউক্রেনের ম্য়াচ বাকি বেলজিয়ামের সঙ্গে। সেই ম্যাচ ড্র করলেও শেষ ষোলোয় চলে যেতে পারে ইউক্রেন।


 






শুক্রবারের ম্যাচে ১৮ মিনিটে গোল করে স্লোভাকিয়াকে এগিয়ে দেন শ্রানৎজ। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে গোল করে সমতা ফেরান শাপারেঙ্কো। ৭৯ মিনিটে গোল করে ২-১ করেন ইয়ারেমচাক।                                             


আরও পড়ুন: কেকেআরকে চ্যাম্পিয়ন করার পর প্রথমবার কলকাতায় গম্ভীর, টিম ইন্ডিয়ার কোচের পদে চূড়ান্ত?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।